শেয়ার কিনলেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক
Published: 20th, May 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির একজন মনোনীত পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্র্যাক ব্যাংক পিএলসির মনোনীত পরিচালক হলেন আসিফ সালেহ। তিনি কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ক্রয় করেছেন।
শেয়ার কেনার ঘোষণার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই মনোনীত পরিচালক ডিএসইর পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার মূল্যে তা সম্পন্ন করেছেন। এর আগে গত ১৪ মে কোম্পানিটির এই মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
ঢাকা/এনটি/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কিছু হলেই আমাকে নিয়ে টানাটানি কেন, প্রশ্ন পরীমণির
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। বর্তমানে অভিনয় ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব। এরপর রাতেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে জানান, দেনে বেঁচে আছেন তিনি। শুধু তাই নয়, মানুষের এমন উদ্ভট কর্মকাণ্ড নিয়ে দারুণ বিরক্ত এই নায়িকা।
পরীমণি বলেন, ‘সারা দিন শুটিং করে যখন ফোন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার জন্য কতটা শকিং!’
এই অভিনেত্রী বলেন, ‘মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়।’
পরীমণি বলেন, ‘এই যে আমার ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।’
আত্মহত্যা করা মতো কোনো ইস্যু তার জীবনে নেই বলেও জানান পরীমণি। তার কথায়, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না?’