পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে
Published: 20th, May 2025 GMT
পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এখন হবে তিন ম্যাচের। সবকটি ম্যাচ হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র দিয়ে পাকিস্তানের গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
গতকাল শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। দুজন আলাদাভাবে এই সফর নিয়ে আলোচনায় বসেছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তাঁদের আলোচনাতেই সফর চূড়ান্ত হয়েছে বলে খবর।
আরো পড়ুন:
ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল। এরপর বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সেখানেই।
ভারত ও পাকিস্তান—দুই দেশ যুদ্ধে জড়িয়ে যাওয়ায় সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসায় দুই দেশেই ফিরেছে ক্রিকেট।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫