নারায়ণগঞ্জে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ফলাফলমুখী শিক্ষা নয় মানবিক গুণাবলী বিকাশেও শিক্ষা চাই এই স্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী সৃষ্টিতে করণীয় বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী মান উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার যথাযথ পরিবেশ, আদর্শ শিক্ষক ও শিক্ষার্থী তৈরিতে বাঁধা ও তা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে কর্মশালায় গ্রুপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন নেয়া হয়।

এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গবেষণা কর্মকর্তা জনাব নুরুন্নেসা সুলতানা।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সুরাইয়া আশরাফী।

এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক কলেজের প্রধানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (১৬ মে) রাতে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

সোমবার (১৯ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “নিহত সজলের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।”

আরো পড়ুন:

সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের

১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ (৪৫) ৬২ জন। মামলায় নাম না জানা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। এসময় আসামিদের ছোঁড়া গুলি সজল মিয়ার পেটে লাগে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ভোটগ্রহণ সম্পন্ন
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
  • না.গঞ্জে স্ত্রীকে হত্যা, ২ সন্তান নিয়ে পালিয়েছে স্বামী
  • রাজস্ব ফাঁকি: নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কোম্পানি সিলগালা
  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  •  শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা
  • বায়ুদূষণ বন্ধে বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা