মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ল ১৮ মাসের শিশুটি, পরে মৃত্যু
Published: 25th, May 2025 GMT
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইজিবাইক ও বাসের সংঘর্ষে মোস্তাকিম নামের দেড় বছরের একটি শিশু নিহত হয়েছে। আজ রোববার দহকুলা মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে মোস্তাকিম তার মা ও নানির সঙ্গে চিকিৎসার জন্য ইজিবাইকে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে দহকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে মোস্তাকিম মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। এ ঘটনায় শিশুটির মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), ফতেমা খাতুন (২৫), হজরত আলী (৪৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী (২৮) আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসে ফিরছে কাবিলারা, পলি চেয়ারম্যানের কী হবে
মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব আর খুনসুটির গল্প নিয়ে ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি যেখানে জায়গা করে নেন নানা বয়সী মানুষ। এক ছাদের নিচে ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষেরা মিলে তৈরি হয় জীবনযাপনের নতুন এক সমীকরণ। কাজল আরেফিন অমির নির্মাণে এই গল্পগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
২০১৮ সালে প্রথম সিজন প্রচারের পর থেকেই আলোচনার পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে শুরু হয় সমালোচনা। ছয় বছরের যাত্রায় নাটকটি শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়ে ওঠে ‘ট্রেন্ড’। নানা বয়সের দর্শকেরা নাটকটি দেখে যেমন মজা পান, তেমনি কেউ কেউ এটাকে ‘অশ্লীল’ আখ্যা দেন।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে এই ধারাবাহিক। পাশাপাশি বুম ফিল্মের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। এর আগে ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। সেখানে নতুন সিজনের ১৬টি পর্ব দেখানো হয়। প্রি-বুকিং থেকে শুরু করে মুক্তির পরপরই দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো। নির্মাতা জানান, মুক্তির প্রথম ২০ ঘণ্টায় দর্শকের যে সাড়া মিলেছে, বাংলাদেশের ওটিটির ইতিহাসে তা বড় অর্জন। তাঁর ভাষায়, ‘সিরিজের গড় ওয়াচটাইম ৯৭ শতাংশ, যা দেশে বিরল ঘটনা।’