লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। 

রবিবার (২৫ মে) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠায় পুলিশ। 

শনিবার (২৪ মে) রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এএসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে এ মামলা করেন। পরে রাতেই উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

আরো পড়ুন:

নদীতে ভাসছিল তরুণের হাত-পা বাঁধা মরদেহ

পালিত ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রেপ্তাররা হলেন, চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চর কাদিরা গ্রামের ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সেম্ভু চন্দ্র দাস, মো.

মিলন, আব্দুর রহিম, নুর আলম, আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন ও ইরা দাস। 

স্থানীয়রা জানান, রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এএসআই প্রদীপ শনিবার (২৪ মে) দুপুরে চরঠিকা গ্রাম থেকে রাজুকে গ্রেপ্তার করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশত নারী-পুরুষ জমায়েত হয়ে পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা রাজুর পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে যায়। তখন রাজুকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিন ব্যক্তি জানিয়েছেন, গ্রেপ্তার রাজুর নিকটাত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন। 

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জড়ো করে রাজুকে গ্রেপ্তারে বাধা সৃষ্টি করেছেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় এএসআই প্রদীপকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে কি-না তা জানেন না তিনি।  

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সার্কেল (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান জানান, স্থানীয় লোকজন হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাজুকে ধরতে পুলিশের অভিযান চলছে। 

ঢাকা/লিটন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই আস ম কমলনগর থ ন র গ র প ত র কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকা ও ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া বিহারী কলোনী ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকার শাহাদাত হোসেনের বাড়ি ভাড়াটিয়া জমির উদ্দিনের ছেলে কাজী মেজবাহ (১৯) এবং সুমিলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আতিক (২০)।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, বুধবার (৯ জুলাই) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৩৩ (নাইট) ডিউটিরত অবস্থায় তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিমপাড়া মিজমিজি ধনুহাজী রোড ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাজী মেজবাহের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকি আসলাম এর চা দোকানের সামনে থেকে আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে রাখা সাদা কাগজে মোরানো স্টেপলার পিন দ্বারা আটকানো ২০ পুরিয়া হেরোইনসহ আতিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, তিনজন বরখাস্ত
  • নাশকতার আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড
  • নড়াইলে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড
  • জয়পুরহাটে চাকু মানিক গ্রেপ্তার, ধস্তাধস্তিতে এএসআই আহত