চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানায় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ বিপুল সংখ্যক ইউনিফর্ম উদ্ধার করার পাশাপাশি কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

গত ১৭ মে রাতে রিংভো অ্যাপারেলস থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। আজ রবিবার (২৫ মে) ঘটনা জানাজানি হয়। তবে এই ঘটনায় পুলিশের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।  

 গ্রেপ্তাররা হলেন, সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এর মধ্যে সাহেদুল ইসলাম ওই পোশাক কারখানার মালিক।

আরো পড়ুন:

বরিশাল জেলা ছাত্রদল নেতাকে বহিষ্কার

মাদকসেবন নিয়ে ঝগড়ায় শুভকে খুন করে বন্ধুরা : পুলিশ

বায়েজিদ থানার নয়াহাট এলাকায় অবস্থিত রিংভো অ্যাপারেলস নামে পোশাক কারখানায় কেএনএফ-এর  ইউনিফর্ম তৈরির খবর পায় পুলিশ। গত ১৭ মে রাতে এই কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় কারখানার মালিকসহ তিনজনকে। ১৮ মে চারজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।

পুলিশের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মাহমুদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি স্টেশনের বাইরে রয়েছেন। 

ঢাকা/রেজাউল/বকুল  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলামোটরে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরশেদ আহমেদ সরকার (১৮)। তিনি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে বাংলামোটর মোড় এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে মোটরসাইকেল আরোহী আরশেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই শহিদুল হাসান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত আরশেদের বাড়ি পুরান ঢাকার লালবাগে। বাবার নাম মো. আনোয়ার হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬
  • চট্টগ্রামে ‘কেএনএফের’ ২০ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ইউনিফর্ম, গ্রেপ্তার ৩ 
  • সাবেক এসপি বাবুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা অধিকতর তদন্তের নির্দেশ
  • যশোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
  • হোটেলে তল্লাশি চালাতে গিয়ে তরুণীকে ধর্ষণ
  • রেস্ট হাউজের পেছনে পড়ে ছিল শ্রমিকের মুখ থেঁতলানো লাশ
  • ইউনূস সরকারের অস্থিরতার দায় বিএনপি নেবে না: ফারুক
  • বাংলামোটরে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত