শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচটি হেরেছে তারা ৬ উইকেটে।

রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।

রিশাদের উইকেট পাওয়ার উচ্ছ্বাস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

লিটনের আত্মবিশ্বাসের অভাব দেখছেন সিমন্সও

টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার তাঁর কাঁধে। দায়িত্বটা স্বাভাবিকভাবেই আগের চেয়ে বেড়েছে। কিন্তু লিটন দাস সেটা কতটা সামলাতে পারছেন? শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে শূন্য রানে আউট হয়েছিলেন। পরের দুই ম্যাচে আর সুযোগই পাননি। এরপর নেতৃত্ব নিয়ে নামা প্রথম টি-টোয়েন্টিতেও ফ্লপ। ১১ বল খেলে ৬ রানে আউট।

এই সংস্করণে আগের দুই ম্যাচে ফিরেছেন ২২ ও ৬ রানে। দল ম্যাচ হারছে, অধিনায়কেরও ফর্ম নেই। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। এ অবস্থায় লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা কী?

আরও পড়ুনওয়াসিম আকরামের রেকর্ডটি এখন ‘মানুষের আয়ে অবদান রাখা’ বুমরারও৭ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সামনে রেখে আজ ডাম্বুলায় বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। অধিনায়কের ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে কোচ উত্তর দিয়েছেন এভাবে—‘আমার মনে হয় এখন তাঁর আত্মবিশ্বাস কম আছে। আমরা জানি সে কী করতে পারে। আমরা তাঁকে ওই জায়গায় ফিরিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি। আশা করি সে পরের ম্যাচে ওই জায়গাটায় যাবে, তাঁর সামর্থ্য দেখাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ব্যাটিংয়ে ৫৪ রান করেছিল বাংলাদেশ। কিন্তু এমন ভালো শুরুর পরও শেষ পর্যন্ত ১৫৪ রানে থেমেছে দলের সংগ্রহ। অন্যদিকে রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৬ ওভারে ৮৩ রান তুলে। তবে ম্যাচ জিততে তাঁদের ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ভালো করতে পারেননি লিটন

সম্পর্কিত নিবন্ধ