আলোচনায় ‘ভুল চুক মাফ’, তিন দিনে কত আয় করল কমেডি ছবিটি
Published: 26th, May 2025 GMT
গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। দীনেশ বিজন প্রযোজিত এই ছবি সবার ভালোবাসা কুড়াচ্ছে। তিন দিনে ছবিটি ৫০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।
করণ শর্মা পরিচালিত ‘ভুল চুক মাফ’ ছবিটি মুক্তির প্রথম দিন ৭ কোটি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছে। গত শনিবার অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিন ছবিটি ৯ কোটি ৫ লাখ রুপি আয় করেছিল। গতকাল রোববার ছিল ভারতে ছুটির দিন। ছুটির ফায়দা ভালোভাবেই তুলেছে ছবিটি।
মুক্তির তৃতীয় দিনে ‘ভুল চুক মাফ’ আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির তিন দিনে ছবিটির সর্বসাকল্যে আয় ২৭ কোটি ৭৫ লাখ রুপি। এই গতি অব্যাহত থাকলে ‘ভুল চুক মাফ’ খুব শিগগির ৫০ কোটির অঙ্ক পার করে ফেলবে।
‘ভুল চুক মাফ’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি—‘কেশরী বীর’ ও ‘কপকপি’। এ দুই ছবিকে পেছনে ফেলে দিয়েছে রাজকুমারের কমেডি ছবিটি।
ওয়ামিকা গাব্বি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।