গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। দীনেশ বিজন প্রযোজিত এই ছবি সবার ভালোবাসা কুড়াচ্ছে। তিন দিনে ছবিটি ৫০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

করণ শর্মা পরিচালিত ‘ভুল চুক মাফ’ ছবিটি মুক্তির প্রথম দিন ৭ কোটি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছে। গত শনিবার অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিন ছবিটি ৯ কোটি ৫ লাখ রুপি আয় করেছিল। গতকাল রোববার ছিল ভারতে ছুটির দিন। ছুটির ফায়দা ভালোভাবেই তুলেছে ছবিটি।

মুক্তির তৃতীয় দিনে ‘ভুল চুক মাফ’ আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির তিন দিনে ছবিটির সর্বসাকল্যে আয় ২৭ কোটি ৭৫ লাখ রুপি। এই গতি অব্যাহত থাকলে ‘ভুল চুক মাফ’ খুব শিগগির ৫০ কোটির অঙ্ক পার করে ফেলবে।

‘ভুল চুক মাফ’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি—‘কেশরী বীর’ ও ‘কপকপি’। এ দুই ছবিকে পেছনে ফেলে দিয়েছে রাজকুমারের কমেডি ছবিটি।

ওয়ামিকা গাব্বি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ