আইভীর জামিন আবেদন শুনানি ২ জুন
Published: 27th, May 2025 GMT
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভীর জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক আবু শামীম আজাদ আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে, গত ২৫ মে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডা.
জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন আদালতকে জানান যে, রিমান্ডের প্রতিবেদন এখনো দাখিল হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেন।
আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষের আইনজীবী এড. আওলাদ হোসেন বলেন, আমরা জামিনের আবেদন করেছি। রিমান্ডের শুনানির প্রতিবেদনের জন্য আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।