Samakal:
2025-05-27@22:16:31 GMT

শিকলে বাঁধা বৃদ্ধের মরদেহ

Published: 27th, May 2025 GMT

শিকলে বাঁধা বৃদ্ধের মরদেহ

খুলনার কয়রায় শিকলে বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, সেতুর নিচে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহ পড়ে ছিল। নৌ পুলিশের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করেন। নিহত আব্দুল মজিদ নারায়ণপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

বৃদ্ধের ছেলে সাইদ সানা জানিয়েছেন, তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি কাউকে না বলে বাড়ি থেকে চলে যেতেন। সোমবার রাতে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে জানতে পারেন, তাঁর বাবার মরদেহ পাওয়া গেছে।

কয়রা থানার ওসি এমদাদুল হক বলেন, মরদেহটি একটি বাঁশের খুঁটির সঙ্গে লোহার শিকলে তালা মারা অবস্থায় ছিল। এটি পরিকল্পিত হত্যা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

ধানমন্ডিতে দেবে গেছে রাস্তা, যান চলাচল বন্ধ

রাজধানীর ধানমন্ডিতে একটি রাস্তা দেবে বড় গর্ত সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা দেবে গর্ত হয়ে যায়। এর পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, হয়তো সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।

মঙ্গলবার রাত ১০টায় ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল–১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান,  যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। এরপর আমরা সড়ক মেরামত করব। যত দ্রুত সম্ভব আমরা সড়ক সচল করার চেষ্টা করছি।

সম্পর্কিত নিবন্ধ