খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক
Published: 28th, May 2025 GMT
গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক।
বুধবার (২৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, গণিত ডিসিপ্লিনের অধ্যাপক মো.
আরো পড়ুন:
মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই সে অর্জন করবে: ইবি উপাচার্য
গোবিপ্রবিতে প্রথমবারের মতো উপাচার্য সম্মাননা পেলেন শিক্ষার্থীরা
শিক্ষকদের গবেষণায় সফলতা এবং স্বীকৃতি উদযাপন করতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে ৫০ হাজার টাকার চেক, সনদপত্র ও সম্মানসূচক মেডেল তুলে দেন।
এ সময় তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অগ্রগতি ও মানোন্নয়ন নিশ্চিতে এই পুরস্কার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের বক্তব্যে গবেষণা-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের স্বীকৃতি গবেষণায় আরো মনোনিবেশ করতে উৎসাহিত করবে বলে জানান তারা।
ঢাকা/হাসিবুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষকদ র উপ চ র য প রস ক র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত