নারায়ণগঞ্জে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published: 28th, May 2025 GMT
নারায়ণগঞ্জে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় বুধবার সকালে নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুরুতে প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ মো.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, অধ্যক, নারায়ণঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ, নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) নারায়ণগঞ্জ। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন বালক- বালিকা অংশগ্রহণ করে।
এদিকে, বালকদের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহ ক্রীড়া মুখী মানসিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। অন্যদিকে, বালিকাদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেল চারটায় সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ২০নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।