নারায়ণগঞ্জে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় বুধবার সকালে নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার শুরুতে প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ মো.

আলমগীর হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, অধ্যক, নারায়ণঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ, নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দরা।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) নারায়ণগঞ্জ। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন বালক- বালিকা অংশগ্রহণ করে। 

এদিকে, বালকদের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহ ক্রীড়া মুখী মানসিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। অন্যদিকে, বালিকাদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। 

এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 

নারায়ণগঞ্জ মহানগর  যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। 

জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।

দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রুপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে এসি আই সল্টকে ২ লাখ টাকা জরিমানা
  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে চোখের নতুন ড্রপ
  • মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ