নারায়ণগঞ্জে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published: 28th, May 2025 GMT
নারায়ণগঞ্জে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় বুধবার সকালে নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুরুতে প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ মো.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, অধ্যক, নারায়ণঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ, নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) নারায়ণগঞ্জ। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন বালক- বালিকা অংশগ্রহণ করে।
এদিকে, বালকদের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহ ক্রীড়া মুখী মানসিকতা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। অন্যদিকে, বালিকাদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।