বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে। জবাবে দুই ওপেনারকে হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

সফরকারী দল ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান করেছে। ক্রিজে আছেন অধিনায়ক লিটন দাস ও মিডল অর্ডারের তাওহীদ হৃদয়।

শুরুতে ওপেনার পারভেজ ইমন ৪ রান করে ফিরে যান। অন্য ওপেনার ১৭ বলে ৩১ রান করে আউট হন। তিনি তিনটি ছক্কা ও দুটি চার মারেন।

এর আগে পাকিস্তান প্রথম ওভারে সাঈম আইয়ূব ও দ্বিতীয় ওভারে ফখর জামানকে হারায়। পরে মোহাম্মদ হারিস ও সালমান আঘা ৪৮ রানের জুটি গড়েন। হারিস ফিরে যান ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। অধিনায়ক সালমান আঘা ৩৪ বলে ৫৬ রান করেন। আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

ঝড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ। ২২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। রান বাড়িয়ে নেওয়ার কাজটা শেষে করেন শাদাব খান। তিনি ২৫ বলে ৪৮ রান যোগ করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা তোলেন তিনি। 

বাংলাদেশের হয়ে স্পিনার মাহেদী ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন। শরিফুল ৩ ওভারে ৩২ রান খরচা করে ২ উইকেট নেন। হাসান মাহমুদ ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। ২ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তানজিম সাকিব। রিশাদ হোসেন ৪ ওভারে ৫৫ রান খরচা করে ১ উইকেট নেন। শামীম পাটোয়ারি ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট ন ন ১ উইক ট র ন কর

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ