কমলাপুরসহ দেশের ৪৫ রেলস্টেশনে আনসার মোতায়েন
Published: 29th, May 2025 GMT
ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরসহ দেশের ৪৫ রেলস্টেশনে যাত্রীসেবা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আনসার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযোগে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ঢাকা মহানগর আনসার পূর্ব জোন থেকে ১৫ দিনের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ৭৪ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া, দেশের ৪৫টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ৫২৫ জন আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা বৃহস্পতিবার ( ২৯ মে) থেকে আগামী ১২ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আরো পড়ুন:
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ
ট্রেনে ঈদযাত্রা: আজ মিলবে ৪ জুনের টিকিট
ঢাকা/এমআর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।