ফরিদপুরে ইজিবাইক চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
Published: 29th, May 2025 GMT
ফরিদপুরে একজন ইজিবাইক চালককে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও একই মামলায় অপর একটি ফৌজদারি অপরাধের ধারায় আসামিদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে, আরও দুই মাসের বিনাশ্রমের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো.
আদালত সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক ফারুক তালুকদার (৩৬) রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়ার গোপ্ত মানিক গ্রামের প্রয়াত সিদ্দিক তালুকদারের ছেলে। ২০২০ সালের ৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন জিনিসের পাশাপাশি একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ইজিবাইক চালক ফারুককে রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ভাড়া করে দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থলে এনে তাকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মামলায় নিযুক্ত সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের এপিপি অ্যাডভোকেট রকিবুল ইসলাম সমকালকে জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে