১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা
Published: 31st, May 2025 GMT
এ বছর ৯ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এ বছর প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা।
স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রেলসচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো.
বক্তারা বলেন, ধূমপান ও তামাকের ভয়াল নেশা প্রাণঘাতী। এ নেশা থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে। তামাকের করাল গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিয়ে একটি কর্মক্ষম ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাই তামাক কোম্পানির সব কূটকৌশল প্রতিহত করার আবশ্যকতা দেখা দিয়েছে, যেন শিশু-কিশোররা তামাকে আসক্ত না হতে পারে।
সম্মাননা পেলেন যাঁরাবাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখায় এ বছর উপজেলা টাস্কফোর্স হিসেবে সম্মাননা পেয়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলা টাস্কফোর্স কমিটি। জেলা টাস্কফোর্স হিসেবে সম্মাননা পেয়েছে রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটি।
শ্রেষ্ঠ ‘মোবাইল কোর্ট পরিচালনাকারী’ কর্মকর্তা হিসেবে এ বছর সম্মাননা পেয়েছেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ‘কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা’ ক্যাটাগরিতে নোয়াখালী জেলার সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সম্মাননা পেয়েছেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।
প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোছাব্বের হোসেন এবং ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা।
সরকারি সংস্থা হিসেবে এ বছর সম্মাননা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়। আর বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত অন ষ ঠ ন র উপজ ল সরক র এ বছর
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আজ দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মিন্টু। তিনি বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।’
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।