বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে দিনব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ,স্বাস্থ্যসেবা, পাঠাগার উদ্ধােধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া মাদ্রাসা-স্কুলের শিক্ষার্থী, নারী, নানা শ্রেণীপেশার ২০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুড়াপাড়া বিশ্বাবিদ্যালয় মাঠ এ কর্মসূচি পালন করা হয়। 

শনিবার( ৩১ মে ) মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, নুরুন্নবী ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, অ্যাডভোকেট গোলজার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, মামুন মিয়াসহ আরো অনেকে। কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই'শ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শহীদ জিয়াউর রহমানের নামে পাঠাগার উদ্ধোধন করা হয়। ৩ টি ক্যাম্প সাধারণ মানুষের জন্য দেওয়া হয় দিনব্যাপি স্বাস্থ্যসেবা। তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০ টি জব ফেয়ার বুথ খোলা হয়। প্রায় ৬০০ বৃক্ষ রোপণ করা হয়।  

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, জিয়াউর রহমান শুধু দেশ স্বাধীনের ঘোষণাই দেননি। তিনি দেশকে আর্ন্তজাতিক মানচিত্রে স্থান করিয়েছেন। সৌদি আরবের মাটিতেও রোপন করেছিলেন নিম গাছ। এখন মক্কা-মদীনার মানুষ ওই গাছকে জিয়া গাছ নামেই চিনে।

নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি মানুষের জন্য কাজ করতেন। তরুণ প্রজন্মের আইকন তারেক জিয়া তৃণমূলের নেতা।  পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ব এনপ র স র পগঞ জ র রহম ন

এছাড়াও পড়ুন:

সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাহা জাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত শরীফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি শিশির বোস অমল প্রমূখ।

এছাড়াও সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান, জনপ্রতিনিধি, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। 

 

 

সম্পর্কিত নিবন্ধ

  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • সদরে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
  • আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা