কারাগারে বসেই ভর্তি পরীক্ষা দিলেন সাংবাদিক জিসান
Published: 31st, May 2025 GMT
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার সকালে জেলা কারাগারের অফিস কক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের উপস্থিতিতে পরীক্ষা দেন তিনি।
জিসান নারায়ণগঞ্জের অনলাইন পত্রিকা ‘প্রেস নারায়ণগঞ্জের’ প্রতিবেদক। গত ৮ মে রাত ১১টায় নগরীর দেওভোগে অবস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.
এ ঘটনায় ১২ মে রাতে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা হয়। এর বাদী একই থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা। ওই রাতেই পুলিশ মামলাটির আসামি হিসেবে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান, তাঁর বাবা হানিফ ও চাচা জনপ্রিয় ফুড ব্লগার শওকত মিথুনকে গ্রেপ্তার করে। কয়েক দফায় আদালতে তাদের জামিনের আবেদন করা হলেও আদালত নামঞ্জুর করেন।
ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিক জিসানের মা আছমা বেগম। তিনি বলেন, ‘বিনা অপরাধে আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন আমার ছেলে কারাগারে বসে বসে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছে। কিন্তু এই মিথ্যা মামলা দিয়ে তাঁর ভবিষ্যৎ নষ্ট করে দিলো।’
সাংবাদিক জিসান ও ব্লগার শওকত মিথুনের আইনজীবী আওলাদ হোসেনের ভাষ্য, গত ২৮ মে কারাগারে বসে জিসানের ভর্তি পরীক্ষাদানের অনুমতি চেয়ে আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতের বিচারক শহীদুল ইসলাম এ বিষয়ে জেলা কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। শনিবার জিসান পরীক্ষায় অংশ নেন।
জিসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত উল্লেখ করে এই আইনজীবী বলেন, ‘আমরা শুনেছি, এলাকার এক বিএনপি নেতা বাণিজ্য করতে তাঁকে মামলায় ফাঁসিয়েছেন।’
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক সিলগালা করা প্রশ্নপত্র নিয়ে এসেছিলেন। কারাগারের অফিস কক্ষের এক অংশ অস্থায়ী পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষার নির্ধারিত সময় বেলা ১১টায় প্রশ্নপত্র খোলা হয়। এক ঘণ্টা পরীক্ষা দেন জিসান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ক ষ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।