মেসির ম্যাজিকাল রাত, মায়ামির গোল বন্যায় ভেসে গেল কলম্বাস
Published: 1st, June 2025 GMT
আবারও লিওনেল মেসির অতিমানবীয় নৈপুণ্যে জ্বলে উঠল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) স্থানীয় সময় শনিবার রাতের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামা ডেভিড বেকহামের দল যেন রূপকথার গল্প লিখল। ৫-১ গোলের বিশাল জয়ে সবচেয়ে উজ্জ্বল নামটি ছিল আর্জেন্টিনার ফুটবল সম্রাট মেসি।
দুটি গোলের পাশাপাশি আরও দুটি গোল বানিয়ে দিয়ে ম্যাচে প্রত্যক্ষ চার গোলের নায়ক মেসি ইন্টার মায়ামির ইতিহাসে নিজের নাম আরও একবার সোনার হরফে লিখে নিলেন। তার ঝলকেই দলটি জয়ের ধারায় ফিরল এবং লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল।
প্রথমার্ধেই খেলার মোড় ঘুরে যায়। মাত্র ১৩ মিনিটে দুর্দান্ত এক লং পাস থেকে আলেন্দে প্রতিপক্ষের জালে বল জড়ালে মায়ামি এগিয়ে যায়। এরপর গোলরক্ষকের একটি ভুল কাজে লাগিয়ে স্কোরশিটে নিজের নাম লেখান মেসি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলম্বাস ক্রুর রক্ষণ যেন আরও ছিন্নভিন্ন হতে থাকে। ২৪ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে দ্বিতীয়বার বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি।
আরো পড়ুন:
মেসি-সুয়ারেজ জোড়ায় উড়ল ইন্টার মায়ামি
মেসির শেষ মুহূর্তের জাদুতে হার এড়ালো মায়ামি
বিরতির পর কলম্বাস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং এক গোল ফিরিয়েও দেয়। তবে তা ছিল ক্ষণিকের স্বস্তি। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের দারুণ এক গোল আবারও মায়ামিকে ছন্দে ফেরায়। শেষ মুহূর্তে মেসির নিখুঁত পাস থেকে ফাফা পিকাল্ট প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
ম্যাচে বল দখলে দুই দল প্রায় সমান থাকলেও গোলের দিক দিয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল মেসির মায়ামি। ১৪টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, বিপরীতে কলম্বাস লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি শট।
এই ম্যাচে একটি ঐতিহাসিক রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি—এমএলএসে ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটি এখন এককভাবে তার। আগের রেকর্ডধারী গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল ছাড়িয়ে তিনি পৌঁছে গেছেন ৩১ গোলে।
১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে মায়ামি এখন লিগ টেবিলের তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম কলম ব স
এছাড়াও পড়ুন:
মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস
এমএলএস অল-স্টার গেমে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞার জেরে গত রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসিবিহীন সেই ম্যাচে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মায়ামি।
তবে সেদিন খেলতে না পারায় মেসি নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন।
এমনকি সাংবাদিকদের সামনেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো। তবে সেই মাচেরানোই এবার অন্য কথা বলছেন। এই শাস্তি মেসির জন্য শাপেবর হয়েছে বলে মন্তব্য করেছেন মাচেরানো।
আরও পড়ুননিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, খেপেছেন কোচ২৭ জুলাই ২০২৫লিগস কাপে আগামীকাল মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাচেরানো বলেছেন, ‘আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ জিনিসেরও ভালো দিক থাকে। সত্যি কথা বলতে, টানা কয়েকটি ম্যাচ খেলার পর তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিতে হতো। (শাস্তিটা) যা তার জন্য ভালো হয়েছে। এখন সে নতুন করে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।’
সেদিন এভাবেই একসঙ্গে বসে খেলা দেখেন মেসি ও দি পল