সুনামগঞ্জে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
Published: 1st, June 2025 GMT
সুনামগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় দুই কোটি টাকার শাড়ি, জিরা ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোররাতে সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোরে ভারত থেকে আসা একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকায় হালুয়ারঘাট এলাকায় অবৈধ পণ্য আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের একটি টাস্কফোর্স অভিযান চালিয়ে নৌকা থেকে ১ হাজার ৭০০টি উন্নত মানের শাড়ি, ৭ হাজার ২০০টি প্রসাধনসামগ্রী ও ১৮০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ ২০ বিজিবি সদস্য অংশ নেন।
বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদ সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দ করা পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন