ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে মির্জাপুরের কামারপল্লি। কোরবানির কাজে ব্যবহারের জন্য দা, চাকু, চাপাতি, ছুরি বানানো ও শান দেওয়ার কাজ করছেন তারা।
মির্জাপুর উপজেলা সদরে, পাকুল্যা, গুণটিয়া, মাঝালিয়া, ভাতগ্রাম, ফতেপুর, আজগানা, বাঁশতৈল, উয়ার্শী, ভাওড়াসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে কামারশালায় ব্যস্ততা দেখা গেছে। চলছে কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। এ ছাড়া চলছে বিভিন্ন সরঞ্জামে শান দেওয়ার কাজ।
কামাররা জানান, বছরের ১১ মাস কোনোরকম টিকে থাকলেও কোরবানির সময় ব্যস্ত হয়ে পড়েন কামারপল্লির কারিগররা। বিক্রি ও শান দিয়ে প্রতিদিন তারা তিন থেকে চার হাজার টাকার মতো আয় করছেন।
উপজেলা সদরের কামারপল্লির কারিগর বিপ্লব সরকার জানান, ঈদ ঘনিয়ে আসছে বলে তাদের কাজের চাপ আগের চেয়ে বেড়ে গেছে। নতুন বানানোর চাইতে পুরোনো সরঞ্জামে শান দেওয়ার কাজই বেশি হচ্ছে। তিনি বলেন, কাস্তে শান দিতে ৪০ টাকা, দা ৮০ থেকে ১০০ টাকা, চাপাতি ১০০ থেকে ১২০ টাকা এবং বড় ছুরি ১০০ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া এসব সরঞ্জাম নতুন করে বানাতে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীর ভাষ্য, আগে কামারপল্লির কারিগরদের অবস্থা অনেক ভালো ছিল। সারাবছর তাদের কাজ থাকত। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নে তাদের এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কোরবানির ঈদ সামনে রেখে তারা যে পরিমাণ উপার্জন করেন তাই দিয়েই বছরের অন্য সময়টা কোনোরকম পার করে পেশা টিকিয়ে রাখছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ম রখন দ ঈদ উৎসব ক রব ন র সরঞ জ ম
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি