টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় বলেছেন হেনরিক ক্লাসেন। তিনি টেস্ট ঘরানার ক্রিকেটারও নন। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৪ টেস্ট খেলেছেন। তবে আধুনিক সময়ের অন্যতম সেরা ওয়ানডে ও টি-২০ ব্যাটার ক্লাসেন। অথচ মাত্র ৩৩ বছর বয়সে ফর্মের তুঙ্গে থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই প্রোটিয়া ক্রিকেটার।

বিদায়ী বার্তায় ক্লাসেন বলেছেন, ‘এটা আমার জন্য দুঃখের দিন। কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজের ও পরিবারের জন্য সেরা সিদ্ধান্তে আসতে আমার দীর্ঘ সময় লেগেছে। এটা কঠিন সিদ্ধান্ত ঠিক। একই সঙ্গে এই সিদ্ধান্ত নিতে পেরে শান্তি পেয়েছি।’

ক্লাসেনের জাতীয় দলে অভিষেক একটু দেরিতেই। ২০১৮ সালে ২৬ বছর বয়সে জাতীয় দলের জার্সি পরেন তিনি। যেটাকে স্বপ্ন পূরণ উল্লেখ করে ক্লাসেন বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করা জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রোটিয়াদের হয়ে খেলার স্বপ্ন পূরণে সম্ভাব্য সব চেষ্টা আমি করেছি। দেশের হয়ে খেলার সুবাদে এমন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যারা জীবন বদলে যাওয়া বার্তা দিয়েছেন।’

ক্লাসেন ২০২৫-২৬ মৌসুমে তাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় না রাখার অনুরোধ করেন। টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক তিনি। লিগ ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলে বেতন-ভাতা নিয়ে অভিযোগও ছিল তার। সব মিলিয়ে ক্লাব ক্রিকেটে মনোযোগ বাড়াতে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি।

ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডে খেলে ২ হাজার ১৪১ রান করেছেন। ৪ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ৪৩.

৬৯ গড়ে রান করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৫৮ টি-২০ খেলে পুরোপুরি এক হাজার রান তার। ফিফটি ৫টি হলেও রান করেছেন ১৪১.৮৪ স্ট্রাইক রেটে। তিনি আইপিএলে ৪৯ ম্যাচে ৪০ গড়ে প্রায় দেড় হাজার রান করেছেন। দুই সেঞ্চুরি ও সাত ফিফটি করেছেন। আরও চারটি টি-২০ লিখে খেলার অভিজ্ঞতাও নিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর ছ ন জ ত য় দল

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ