এবার ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণে সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি পঞ্চগড় জেলার চার উপজেলায়ও (সদর, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া) সমন্বয় কমিটি গঠন করেছে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দলটি।

সোমবার দুপুরের পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা মহানগর উত্তরে ১৩ সদস্যের কমিটি গঠনের মধ্য দিয়ে ইউনিট পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে এনসিপি।

সোমবার ঘোষিত ১১ সদস্যের ঢাকা জেলা সমন্বয় কমিটিতে রাসেল আহমেদকে প্রধান সমন্বয়কারী ও মেহেরাব সিফাতকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। বাকি নয়জন সদস্য হিসেবে আছেন। ঢাকা মহানগর দক্ষিণেও ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী মো.

নিজাম উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার। বাকিরা সদস্য।

পঞ্চগড় সদরে ৩১ সদস্যের সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন মো. তানবীরুল বারী। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মো. নুর আলম ও মো. ফজিবর রহমান। বোদা উপজেলার ২১ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী শিশির আসাদ এবং যুগ্ম সমন্বয়কারী মো. কছিরুল ইসলাম সোহেল ও মো. মাছুম বিল্লাহ্ সৌরভ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়ও ২১ সদস্যের সমন্বয় কমিটি করেছে এনসিপি। সেখানে প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজ, যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করম ও মো. এস মাহমুদুল হাসান। আর তেঁতুলিয়া উপজেলায় এনসিপির ৩১ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব। যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন মো. আবদুল মতিন ও মো. সাজিদুর রহমান।

কমিটি গঠনের বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, এনসিপি ইউনিট পর্যায়ে প্রাথমিকভাবে সমন্বয় কমিটি করছে। এসব কমিটির মেয়াদ হবে দুই থেকে তিন মাস। ঈদুল আজহার আগে ২০টির মতো জেলায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। আপাতত সমন্বয় কমিটি হচ্ছে। পরে আহ্বায়ক কমিটি করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য গ ম সমন বয়ক র এনস প র উপজ ল য় সদস য র কম ট ত য় কম ট

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ