এবার ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণে সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি পঞ্চগড় জেলার চার উপজেলায়ও (সদর, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া) সমন্বয় কমিটি গঠন করেছে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দলটি।

সোমবার দুপুরের পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়। এর আগে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা মহানগর উত্তরে ১৩ সদস্যের কমিটি গঠনের মধ্য দিয়ে ইউনিট পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে এনসিপি।

সোমবার ঘোষিত ১১ সদস্যের ঢাকা জেলা সমন্বয় কমিটিতে রাসেল আহমেদকে প্রধান সমন্বয়কারী ও মেহেরাব সিফাতকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। বাকি নয়জন সদস্য হিসেবে আছেন। ঢাকা মহানগর দক্ষিণেও ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী মো.

নিজাম উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার। বাকিরা সদস্য।

পঞ্চগড় সদরে ৩১ সদস্যের সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন মো. তানবীরুল বারী। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মো. নুর আলম ও মো. ফজিবর রহমান। বোদা উপজেলার ২১ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী শিশির আসাদ এবং যুগ্ম সমন্বয়কারী মো. কছিরুল ইসলাম সোহেল ও মো. মাছুম বিল্লাহ্ সৌরভ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়ও ২১ সদস্যের সমন্বয় কমিটি করেছে এনসিপি। সেখানে প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজ, যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করম ও মো. এস মাহমুদুল হাসান। আর তেঁতুলিয়া উপজেলায় এনসিপির ৩১ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব। যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন মো. আবদুল মতিন ও মো. সাজিদুর রহমান।

কমিটি গঠনের বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, এনসিপি ইউনিট পর্যায়ে প্রাথমিকভাবে সমন্বয় কমিটি করছে। এসব কমিটির মেয়াদ হবে দুই থেকে তিন মাস। ঈদুল আজহার আগে ২০টির মতো জেলায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। আপাতত সমন্বয় কমিটি হচ্ছে। পরে আহ্বায়ক কমিটি করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য গ ম সমন বয়ক র এনস প র উপজ ল য় সদস য র কম ট ত য় কম ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ