বাজেট প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ-ব্যবসায়ীরা
Published: 2nd, June 2025 GMT
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রস্তাবিত বাজেটে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে, যা অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থি।
আরো পড়ুন:
বাজেটে মেট্রোরেলে বরাদ্দ ১১ হাজার ৪৬৯ কোটি টাকা
ব্রিফকেসবিহীন বাজেট যেসব কারণে ব্যতিক্রম
তিনি বলেন, “সরকারের এমন সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে রাষ্ট্রসংস্কার, বিশেষ করে দুর্নীতিবিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছেন তারা।”
তিনি মনে করেন, “সরকার দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে।”
ইফতেখারুজ্জামান বলেন, “কর হার যা–ই হোক না কেন, এটি সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে, রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যে অনুপার্জিত আয় অবৈধ হবে।”
তিনি বলেন, “কালোটাকা সাদা করার সুযোগ একই সঙ্গে বৈষম্যমূলক। কারণ, এই সিদ্ধান্তের ফলে আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের অধিকতর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং সৎ উপার্জনকারীদের ফ্ল্যাট বা ভবনের অংশীদার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে।”
তিনি জানান, রাজস্ব আদায় বাড়াতে এর ব্যবস্থাপনা থেকে নীতিকে আলাদা করার সঙ্গে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কৌশলগুলো বাজেট বক্তৃতায় উঠে না আসা হতাশার।
সানেমের নির্বাহী পরিচালক ড.
তিনি বলেন, “পুরাতন বাজেট কাঠামোর মধ্যে নতুন করে কিছু বলার চেষ্টা করেছেন প্রস্তাবিত বাজেটে। পুরাতন বাজেটের কাঠামোতে পুঞ্জিভূত সমস্যা আছে। পুরাতন বাজেটে বড় সমস্যা হলো, বড় আকারের বাজেট হয়; কিন্তু বাস্তবায়ন সম্ভব হয় না। বাজেটে যা প্রস্তাব করা হয় তার ৭৫ শতাংশ খরচ হয়। সেই পেক্ষাপটে এই প্রস্তাবিত বাজেটে কিছু সমস্যা থাকবে।”
“দ্বিতীয়ত কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যক্তিখাতের বিনিয়োগ জরুরি। বাজেটের কিছু কিছু জায়গায় কিছু উদ্যোগের কথা অর্থ উপদেষ্টা বলার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে বিনিয়োগের যে চিত্র আছে, তা স্থবির রয়েছে। এই স্থবিরতা কাটাতে কর খাতে ছাড়, শুল্ক কমানো, প্রনোদনা, ওয়ান স্টপ সার্ভিস এগুলো পুরাতন বিষয়। বিনিয়োগ একটা ইকোসিস্টেরে মাধমে প্রবাহিত হয়। ইকোসিস্টেম যেটা আছে সেটা এখনো বিনিয়োগে জন্য সহায়ক নয়। বিনিয়োগের বিষয়ে বাধা হচ্ছে একটা অনিশ্চয়তা। বিনিয়োগের বাধা কাটানোর জন্য বাজেটে কোনো বার্তা নেই”, যোগ করেন তিনি।
ড. সেলিম রায়হান বলেন, “প্রস্তাবিত বাজেটে যে গুরুত্বপূর্ণ টার্গেট নেওয়া হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৫ শতাংশে উন্নতি করা ও মূল্যস্ফিতির হার কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা। তাতে আমার প্রশ্ন, এমন বিনিয়োগ পরিস্থিতিতে কিভাবে জিডিপি উন্নতি করা হবে। অপরদিকে, মূলস্ফিতি কিভাবে কমানো হবে সেটা বোধগম্য নয়। সবকিছিু মিলিয়ে আমার কাছে বাজেটে নতুন কিছু দেখতে পাইনি।”
তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের বিষয়ে যে করহার নির্ধারন করা হয়েছে, বিষয়টি ইতিবাচক। জুলাই-আগস্ট আন্দোলনের বড় পেক্ষাপট হচ্ছে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা। এর অন্যতম কারণ ছিল কর্মসংস্থান স্থবিরতা। এর পরিবর্তন আনতে গেলে তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি খাতের বিনিয়োগ, তার সঙ্গে আর্থিক ও কর খাত এবং অন্যান্য বিনিয়োগের যে প্রস্তাবনা আছে; সেগুলো কতটুকু বাস্তবায়নের জন্য কি ধরনের কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো বাজেটে পরিস্কার করা হয়নি।”
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, “করমুক্ত আয়সীমা আগের মতো আছে। পুরোনো বাজেটকে ঘষামাজা করে সংস্কার করা হয়েছে বলে মনে হচ্ছে। যেমন- কোনো কোনো খাতে শুল্ক কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ বা ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ করা হয়েছে। বাজেটের কর কাঠামোতে জুলাই যোদ্ধাদের জন্য যা করেছে সেটা ভাল উদ্যোগ। তবে এই উদ্যোগ বাস্তবায়নের রোডম্যাপ উল্লেখ নেই বাজেটে।”
তিনি বলেন, “বিনিয়োগের জায়গায় নতুন কিছু নেই প্রস্তাবিত বাজেটে। আগের মতো ওয়ান স্টপ সার্ভিসসহ নানা বিষয় রয়েছে। তাতে কতটুকু বিনিয়োগ বাড়বে তা বোধগম্য নয়। বিনিয়োগের জন বিদ্যুৎ-গ্যাসের নিশ্চয়তাসহ নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কোনো দিক নির্দেশনা বাজেটে নেই। তাই বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না।”
ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ তৈরিতে বাজেট ততটা আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
তিনি বলেন, “বিনিয়োগের পরিবেশ তৈরিতে বাজেট আশাব্যঞ্জক নয়। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নূন্যতম করের সমন্বয়, বিভিন্ন ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বৃদ্ধি, করজাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো ইতিবাচক পদক্ষেপ থাকা সত্ত্বেও বিনিয়োগ সম্প্রসারণ, সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন, সিএমএসএমই এবং ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সার্বিক ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে ততটা সহায়ক নয়।” অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপের অনুপস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রম বেশ চাপের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
তাসকীন আহমেদ বলেন, “প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেশ বড়। যা অর্জন বেশ চ্যালেঞ্জিং হবে। ব্যক্তি পর্যায়ের করের সীমা অপরিবর্তিত রাখা এবং স্ল্যাব উঠিয়ে নেওয়ায় মধ্যবিত্ত ও বিশেষকরে চাকরিজীবীদের করের বোঝা আগামী অর্থবছর হতে আরো বেশি বহন করতে হবে।”
বাজেটে মূল্যস্ফীতি হ্রাসে কিছু উদ্যোগ গ্রহণ করা হলেও ব্যবসায়িক কার্যক্রম পরিচালন ব্যয় বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতির গতিকে মন্থর করবে। ব্যাংক খাত হতে ঋণ গ্রহণের খরচ ৬ থেকে ৭ শতাংশ নামিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট কোন রোডম্যাপ এ বাজেটে পরিলক্ষিত হয়নি বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিন বলেন, “এবারের বাজেট সংকুচিত করা হয়েছে। দেশে বিনিয়োগে স্থবিরতা রয়েছে। একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করে আছে বিনিয়োগকারীরা। ফলে বড় কোনো বিনিয়োগ আসছে না। বাজেটে মেগা কোনো প্রকল্প নাই। সবকিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে হবে।”
তিনি আরো বলেন, “বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেটি অনেক সময়ই অর্জন হয় না। বাজেটের ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ঋণ নেওয়া হবে, তার জন্য সুদের হার বৃদ্ধি পাবে। সরকারের সুদ প্রদান করতে হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ। দ্রব্য মূল নিয়ন্ত্রণ আরেকটি বড় চ্যালেঞ্জ। বড় বিনিয়োগ আসছে না সেটিও একটি বড় চ্যালেঞ্জ।”
ঢাকা/এনএফ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব ত ব জ ট ন র জন য সরক র র পর ব শ নত ন ক র পর ব ন বল ন কর ছ ন কর র স ব যবস
এছাড়াও পড়ুন:
নভেম্বরে বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির
বাড়ির সামনে ১৫ শতক জমিতে সবজি আবাদ করেছেন ময়মনসিংহ সদর উপজেলার বয়রা গ্রামের কৃষক শাম্মত আলী (৬০)। পালংশাক, মুলা, ডাঁটা ও মরিচের বীজ বুনেছেন তিনি। মরিচের বীজ বোনার দুই দিন পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে বীজ পচে গেছে। নভেম্বরে অসময়ের বৃষ্টিতে তিনি ক্ষতির মুখে পড়েছেন।
ইতিমধ্যে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আমন ধান কাটতে শুরু করেন কৃষকেরা। এ ছাড়া শীত মৌসুমকে সামনে রেখে কৃষকেরা সবজি চাষ শুরু করেছেন। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সবজির আবাদ হয়। তবে নভেম্বরের শুরুতে টানা বৃষ্টি এসব ফসলের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব বাজারেও পড়তে পারে।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১৩টি উপজেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এবার শর্ষে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৫০ হেক্টর জমিতে। কিন্তু বৃষ্টির কারণে শর্ষে আবাদ করা যাচ্ছে না। ২১ হাজার ৬০০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। বৃষ্টির কারণে বাঁধাকপি, ফুলকপি, করলা, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, চালকুমড়ার কিছুটা সমস্যা হতে পারে। বৃষ্টি দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
নভেম্বরের বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. পারভেজ আনোয়ার বলেন, নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। নভেম্বরে এমন বৃষ্টি অপ্রত্যাশিত। ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান শুকাতে সমস্যায় পড়বেন। যাঁরা কাটতে পারেননি, তাঁদের জমিতে পানি ওঠায় ধানের অপচয় বেশি হবে। রবি ফসলের ক্ষেত্রে ভুট্টা, ডাল-জাতীয় শস্য ও শর্ষে লাগানো দেরি হয়ে যাবে। ফসল লাগাতে দেরি হলে পরে বোরো ফসল লাগাতেও দেরি হয়ে যাবে।
অধ্যাপক পারভেজ আনোয়ার প্রথম আলোকে বলেন, শীতকালীন সবজি যাঁরা দেরিতে লাগাচ্ছেন, তাঁদের চারা নষ্ট হয়ে যাবে। আগাম যাঁরা আবাদ করেছেন, অতিবৃষ্টির কারণে পচে যাবে এবং রোগবালাই ও পোকার আক্রমণও বাড়বে। সব মিলিয়ে ধান, রবি শস্য ও শীতকালীন সবজি—সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে অসময়ের বৃষ্টির কারণে।
কৃষক শাম্মত আলী বলেন, ‘কয়েক দিন আগে মরিচ বুনছিলাম। বৃষ্টিতে সব পইচ্চা গেছে। আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। সব গাইব হয়ে গেছে। আষাঢ় মাসেও এমন বৃষ্টি হয় না, যে বৃষ্টি হইছে। এমন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছিন না। এমন সময়ে ছিডাছাডা বৃষ্টি হইলেও এমন বৃষ্টি আর কখনো হয় নাই।’
গতকাল শনিবার রাত আড়াইটা থেকে রোববার সকাল ৬টা ২০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহ আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার দিবাগত রাত ৪টা ২৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ময়মনসিংহ শহরের দীঘারকান্দা এলাকার লাল মিয়া বলেন, ‘২ কাডা জমিতে শাকসবজি করছিলাম। বৃষ্টিতে সব ক্ষতি হইয়া গেছে। এমন টাইমে তো বৃষ্টি হয় না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, নভেম্বর মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় সবজি লাগানো কিছুটা পিছিয়ে যেতে পারে। শর্ষে আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বৃষ্টির কারণে লাগাতে দেরি হলে অর্জন কিছুটা কম হবে। এখন শর্ষে আবাদের ভালো সময়। এ সময় শর্ষের বীজ বুনতে না পারলে আবাদ কমে যাবে। বৃষ্টি কয়েক দিনের মধ্যে থেমে গেলে তেমন ক্ষতি হবে না।