গাজীপুরে ৭ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ
Published: 2nd, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুই সাবেক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জন্য সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সোমবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া।
তদন্তে প্রমাণিত হয়, শ্রীপুর উপজেলার তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার মো.
আরো পড়ুন:
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জবির অধ্যাপকের জামিন
জবির ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল হালনাগাদের দাবি
এ সংক্রান্ত পত্র গত ১৯ মে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন। পত্রে সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেয়া হয়।
শাস্তির মুখে পড়া সহকারী শিক্ষকরা হলেন, লুৎফর রহমান ফরহাদ (মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়), জহিরুল হক (মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো. আনিছুর রহমান (টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আবু কাইয়ুম (ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), আবুল কালাম ফকির (বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো. আনোয়ার হোসেন (সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও মো. জসিম উদ্দিন (পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, “বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আমরা অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি। নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’’
অভিযোগকারী শিক্ষকরা নূর মোহাম্মদ ও হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ আনেন, যা তদন্তে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ব যবস থ সহক র সরক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন