মুক্তির আগেই হিট, কত টাকার অগ্রিম টিকিট বিক্রি করল ‘হাউসফুল ৫’
Published: 3rd, June 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ৬ জুন। অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’ মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড বলছে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে!
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা—একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।
ছবিটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।
অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘হাউসফুল ৫’–এর অভিনয়শিল্পীরা। এএফপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ উসফ ল ৫
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।