মুক্তির আগেই হিট, কত টাকার অগ্রিম টিকিট বিক্রি করল ‘হাউসফুল ৫’
Published: 3rd, June 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ৬ জুন। অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’ মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড বলছে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে!
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা—একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।
ছবিটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।
অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘হাউসফুল ৫’–এর অভিনয়শিল্পীরা। এএফপি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ উসফ ল ৫
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স