পঞ্চগড়ে আধা ঘণ্টার ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ১১ ঘণ্টা বিদ্যুৎবিহীন অনেক এলাকা
Published: 3rd, June 2025 GMT
পঞ্চগড়ে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে জেলা শহর, সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও বোদা উপজেলার কয়েকটি ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। গাছপালা ভেঙে ও উপড়ে সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা ঝড় বড়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি উপড়ে যায়। গতকাল রাত ৯টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎবিহীন আছে জেলার বিভিন্ন এলাকা।
ঝড়ের কবলে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া, কামাতপাড়া, ডোকরোপাড়া, রামের ডাঙ্গা, রাজনগড় (নতুনবস্তি), সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িবান, মালাদাম, মাগুরা ইউনিয়নের সিপাইপাড়া, বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের শিকারপুর, তেলিপাড়া, জগন্নাথ পাড়া, ডাঙ্গাপাড়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় চত্বরের একটি কাঠালগাছ হেলে সীমানাপ্রাচীরের ওপর পড়েছে। এতে সীমানাপ্রাচীরে কিছু অংশ ভেঙে গেছে। এ ছাড়া ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকায় একটি বিদ্যুতের খুঁটি উপড়ে পঞ্চগড়-মালাদাম সড়কের মধ্যে পড়ে আছে। চলাচলের বিঘ্ন ঘটায় লোকজন পাশের একটি সুপারিবাগান দিয়ে বিকল্প পথে চলাচল করছেন। সেখান থেকে কিছুটা দূরে প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাকুরের গাছ উপড়ে সড়কের ওপর পড়েছে। সেখানেও একটি বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে।
এ ছাড়া মাগুরা ইউনিয়নের মাগুরা সিপাইপাড়া উচ্চবিদ্যালয়ের একটি টিনশেড ঘর উড়ে পাশের একটি ভুট্টাখেতে গিয়ে পড়েছে। একটি টিনশেড ভবনের বারান্দায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপাইপাড়া এলাকার আইজুল ইসলাম, আবদুল মোতালেব, ফয়জুল ইসলাম, পুহাতু মোহাম্মদ ও তবিবর রহমানের বাড়িঘর ভেঙে গেছে।
বুড়িরবান এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক প্রসন্ন কুমার রায় বলেন, ‘উপড়ে পড়া বট-পাকুরের গাছ দুটি ২০০ বছর আগের। আমাদের পূর্বপুরুষ সনাতন ধর্মের রীতি অনুযায়ী এই বট-পাকুর গাছের চারা দুটিকে বিয়ে দিয়ে পাশাপাশি এই সড়কের পাশের রোপণ করেছিলেন। ঐতিহ্যবাহী গাছ দুটি মাত্র ৩০ মিনিটের ঝড়ে উপড়ে পড়েছে।’
বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেব আলী বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত চারটি গ্রামে শতাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। অনেক গাছপালা মানুষের বাড়িঘরে পড়েছে আবার কিছু গাছপালা সড়কের ওপর পড়েছে। আজ সকাল থেকে লোকজন লাগিয়ে এসব গাছপালা সরানো হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’
ঝড়ে পঞ্চগড়ে মাগুরা সিপাইপাড়া উচ্চবিদ্যালয়ের টিনশেড ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার সকালে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র ব ড় ঘর এল ক য় ন এল ক সড়ক র র ওপর র একট
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি