মাথায় বড় পাগড়ি। লাল রঙের। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি। নিচে কালো জিন্স। মুখে একটা চিরচেনা হাসি। পরের ছবিটায় দেখালেন পেছনের দিকটা। সেখানে বড়সড় করে লিখা নাম, ক্রিস গেইল!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে মাঠে হাজির হয়ে গেছেন ক্যারিবীয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরুর জার্সিতে তাকে চেনাই যাচ্ছিল না। প্রিয় দল বেঙ্গালুরু আরো একবার ফাইনালের মঞ্চে। আরো একবার দলকে উৎসাহ জুগাতে, প্রেরণা দিতে গেইলকে পাশে পেল আরসিবি। যদিও পাঞ্জাবের হয়েও গেইল খেলেছেন আইপিএলে।
আরো পড়ুন:
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের নতুন রেকর্ড
বাউন্ডারি হাঁকিয়ে ব্যাট ভাঙলেন গেইল
৪৫ বছর বয়সী গেইল আইপিএলের তিনটি দলে খেলেছেন। সবশেষ ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চারটি আসরে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। এর আগে টানা সাত বছর তাকে দেখা গেছে বেঙ্গালুরুর জার্সিতে। শুরুর দুই আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে।
সব মিলিয়ে ১৪২ আইপিএলের ম্যাচে ৪ হাজার ৯৬৫ রান করেছেন গেইল। বেঙ্গালুরুর জার্সিতে ২০১৩ সালে খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস। যা এখনো আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
আইপিএলের শিরোপা অধরা থেকেছে গেইলের। আজ গেইলের সামর্থনে আরসিবি শিরোপা পায় কিনা দেখার।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন