Risingbd:
2025-11-03@03:50:45 GMT

চেনা যায়?

Published: 3rd, June 2025 GMT

চেনা যায়?

মাথায় বড় পাগড়ি। লাল রঙের। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি। নিচে কালো জিন্স। মুখে একটা চিরচেনা হাসি। পরের ছবিটায় দেখালেন পেছনের দিকটা। সেখানে বড়সড় করে লিখা নাম, ক্রিস গেইল! 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে মাঠে হাজির হয়ে গেছেন ক্যারিবীয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরুর জার্সিতে তাকে চেনাই যাচ্ছিল না। প্রিয় দল বেঙ্গালুরু আরো একবার ফাইনালের মঞ্চে। আরো একবার দলকে উৎসাহ জুগাতে, প্রেরণা দিতে গেইলকে পাশে পেল আরসিবি। যদিও পাঞ্জাবের হয়েও গেইল খেলেছেন আইপিএলে। 

আরো পড়ুন:

গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের নতুন রেকর্ড

বাউন্ডারি হাঁকিয়ে ব্যাট ভাঙলেন গেইল

৪৫ বছর বয়সী গেইল আইপিএলের তিনটি দলে খেলেছেন। সবশেষ ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চারটি আসরে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। এর আগে টানা সাত বছর তাকে দেখা গেছে বেঙ্গালুরুর জার্সিতে। শুরুর দুই আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে। 

সব মিলিয়ে ১৪২ আইপিএলের ম্যাচে ৪ হাজার ৯৬৫ রান করেছেন গেইল। বেঙ্গালুরুর জার্সিতে ২০১৩ সালে খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস। যা এখনো আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। 

আইপিএলের শিরোপা অধরা থেকেছে গেইলের। আজ গেইলের সামর্থনে আরসিবি শিরোপা পায় কিনা দেখার।
 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ