ঢাকা-বরিশাল নদীপথে এমনিতেই যাত্রী কমে গেছে। তবু ঈদকে সামনে রেখে প্রতিবারই জমে ওঠে এই নদীপথ। এ সময় অপেক্ষাকৃত কম ব্যস্ততার নদীবন্দর যেন চিরচেনা রূপ ফিরে পায়। এ সময় চালু করা হয় বিশেষ লঞ্চ সার্ভিস। এবারও ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হয়েছে আজ মঙ্গলবার রাত থেকে। এদিকে ঈদযাত্রায় ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে বাড়িয়ে দিয়েছেন লঞ্চমালিকেরা।

লঞ্চমালিকদের সূত্র বলছে, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য তারা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। এর অংশ হিসেবে আজ রাতে ঢাকার সদরঘাট থেকে শুরু হয়েছে ঈদযাত্রার এই বিশেষ সার্ভিস। চলবে ১৪ জুন পর্যন্ত। এই সার্ভিসে যুক্ত হবে অন্তত ১৬টি লঞ্চ। যাত্রীসংখ্যার ওপর নির্ভর করে প্রতিদিন এই রুটে সাত থেকে আটটি লঞ্চ চলাচল করতে পারে। তবে ঝড়ঝঞ্ঝার এই মৌসুমে নৌযাত্রা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

গত ঈদুল ফিতরের সময় এই রুটে বিশেষ সার্ভিস চালু হয়েছিল ২৫ মার্চ থেকে। ওই সময়ও নদীবন্দরে ব্যাপক যাত্রী সমাগম হয়েছিল। কোলাহলে মুখর ছিল বরিশাল নদীবন্দর। গত ঈদে প্রচুর যাত্রী নদীপথে গ্রামে ফেরায় এবার লঞ্চমালিকেরা অনেকটা আশাবাদী হয়ে উঠেছেন। এর ওপর এবার ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীদের ভিড় আরও বাড়বে এবং বেশিসংখ্যক লোক গ্রামে ফিরবেন বলে মনে করছে লঞ্চের মালিকপক্ষ।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ঈদের সময় আগের রোটেশন প্রথা তুলে দিয়ে যাত্রী চাহিদা অনুযায়ী লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে এই বিশেষ সার্ভিস শুরু হচ্ছে।

তবে ঈদযাত্রায় ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ে সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজারের জায়গায় এখন ১ হাজার ১০০ থেকে ২০০ টাকা, ডাবল কেবিনের ভাড়া ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার স্থলে ২ হাজার ২০০ টাকা এবং ডেকের ভাড়া ৩০০ টাকার জায়গায় ৪০০ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুরভী শিপিং লাইনসের পরিচালক রেজিন উল কবির মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক সময়ে আমরা সরকার–নির্ধারিত ভাড়ার কম নিয়েই যাত্রী পরিবহন করি। এতে অনেক সময় আমাদের লোকসানে থাকতে হয়। কিন্তু ঈদের সময় সরকার–নির্ধারিত ভাড়া নিয়ে তা কিছুটা পোষাতে হয়।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, দেশে নৌপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি যাত্রী চলাচল করেন ঢাকা-বরিশাল পথে। কিন্তু পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে যাত্রীসংখ্যা কমে যায়। আগে যেখানে প্রতিদিন ছয় থেকে আটটি লঞ্চ চলাচল করত, এখন প্রতিদিন দুটি লঞ্চ চলাচল করে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা প্রথম আলোকে বলেন, এবার ঈদ উপলক্ষে সরকারি দীর্ঘ ছুটি হওয়ায় আগের চেয়ে অনেক বেশি যাত্রী গ্রামে ফিরবেন বলে মনে হচ্ছে। তাই এবার প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে লঞ্চগুলোতে।

তবে এবারের ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রীসেবায় বিশেষ কোনো উদ্যোগ নেয়নি রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলো। একইভাবে বিআইডব্লিউটিসির রাষ্ট্রীয় মালিকানাধীন নৌযানগুলোও যাত্রীসেবা থেকে বাদ পড়েছে।

নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্যাডেল স্টিমার পিএস মাসহুদ, লেপচা, টার্ন, অস্ট্রিচ এবং আধুনিক জাহাজ এমভি মধুমতি ও এমভি বাঙালি—সবগুলোই লোকসানের অজুহাতে বন্ধ রাখা হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, কোরবানির ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হচ্ছে। ঝড়ের মৌসুম হওয়ায় বিষয়টি বিবেচনায় রেখে নৌ নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ভ ব ক সময় পর বহন বর শ ল

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি