ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি
Published: 4th, June 2025 GMT
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। তবে এর আগেই ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়ে গেছে; যানবাহনের চাপ বেড়েছে সড়কে। এর প্রভাব পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। আজ বুধবার সকাল আটটায় চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে যানজট কমছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ ঢাকায় যাতায়াত করেন। একসঙ্গে অসংখ্য যানবাহন পারাপারের কারণে টোল প্লাজায় অনেক সময় যানবাহন পারাপারে ধারণক্ষমতার বাইরে চলে যায়। সেখানেও যানজট তৈরি হয়।
গতকাল মঙ্গলবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। আজ বুধবার ভোর চারটায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১০ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। সকাল আটটায় যানজট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারে পৌঁছায়। এর পর থেকে ধীরে ধীরে যানজট কমতে থাকে। সকাল ১০টার দিকে মহাসড়কের ১০ থেকে ১২ কিলোমিটারে যানজট ছিল।
সকাল আটটায় যানজট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারে পৌঁছায়। এর পর থেকে ধীরে ধীরে যানজট কমতে থাকে। সকাল ১০টার দিকে মহাসড়কের ১০ থেকে ১২ কিলোমিটারে যানজট ছিল।সকাল ৯টায় মহাসড়কের কানড়া এলাকায় কথা হয় কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কমল চন্দ্র সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘ভোর পাঁচটায় ঢাকার কাজলা থেকে সায়মুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা দিই। নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা সেতু এলাকায় পৌঁছার পর থেকেই যানজটে আটকা পড়ি। এতে এক ঘণ্টার পথ চার ঘণ্টায় অতিক্রম করতে হয়েছে।’
দাউদকান্দি উপজেলার পেন্নাই বাজারের মাছ ব্যবসায়ী, উপজেলার সিঙ্গুলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সকাল সোয়া ৯টায় মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ছিলেন। তিনি বলেন, ঢাকার যাত্রাবাড়ি আড়ত থেকে মাছ কিনে, ভোর পাঁচটায় সেন্ট মার্টিন পরিবহনের বাসে উঠেন। মেঘনা সেতু এলাকায় পৌঁছার পর যানজটে আটকা পড়েন। এতে সাড়ে তিন ঘণ্টা অতিরিক্ত সময় নষ্ট হয়েছে। মাছ নিয়ে যথাসময়ে পৌঁছাতে না পারায় লাভের বিপরীতে লোকসানও হতে পারে।
ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা মতলব দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সৃজন চন্দ্র মজুমদার একই অভিজ্ঞতার কথা জানান।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী বলেন, মহাসড়কের কুমিল্লা অংশ যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, দাউদকান্দি মডেল থানা–পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ম ল ল র দ উদক ন দ য নজট ক উপজ ল র
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।