ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও, কোথাও যানজট সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ বুধবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত যানবাহনের এ চাপ দেখা গেছে। সকাল সাড়ে ১০টার পর থেকে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে।

এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবেলার পাশাপাশি যানজট নিরসনে মহাসড়কের গজারিয়ার অংশের একাধিক পয়েন্টে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ঈদ যাত্রায় মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। মহাসড়কে টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সবদিক খেয়াল রাখছেন। যানজট যেন না হয়, সে বিষয়ে কাজ করছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদয ত র য নজট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ