Prothomalo:
2025-09-18@01:51:46 GMT

অনেক শ্রমিক বেতন-ভাতা পাননি

Published: 5th, June 2025 GMT

আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। এখন পর্যন্ত অনেক শিল্পকারখানার শ্রমিক বেতন-বোনাস পাননি। যেসব কারখানা বেতন দিয়েছে, তাদের কেউ কেউ আবার অর্ধেক দিয়েছে। শুধু তা-ই নয়, কিছু কারখানায় এপ্রিল মাসের বেতনও বকেয়া রয়েছে।

শিল্প পুলিশের সদস্য, তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। যদিও গত মাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস ৩১ মের মধ্যে এবং মে মাসের বেতন ৩ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়।

সাভার-আশুলিয়া, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন খাতের ৯ হাজার ৬৮৩ কারখানা তদারকি করে শিল্প পুলিশ বলেছে, গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত ১৯ শতাংশ বা ১ হাজার ৮৭৪টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেনি।

শিল্প পুলিশের তদারকিতে থাকা ৯ হাজার ৬৮৩ কারখানার মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র কারখানা রয়েছে ২ হাজার ৪৫৭টি। এসব কারখানার মধ্যে ১৯ শতাংশ বা ৪৬৪টিতে গতকাল বিকেল পর্যন্ত বোনাস পরিশোধ হয়নি। তার মধ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ২৭৯, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর ১৩০ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর ৮১টি সদস্য কারখানা বোনাস দেয়নি।

অন্যদিকে মে মাসের বেতন ৬০ শতাংশ শিল্পকারখানা গতকাল রাত নয়টা পর্যন্ত দেয়নি। শিল্প পুলিশের তথ্যানুযায়ী, ৯ হাজার ৬৮৩ শিল্পকারখানার মধ্যে ৫ হাজার ৮৬৪টি মে মাসের বেতন পরিশোধ করেনি। শুধু তা-ই নয়, ৩৭৫টি কারখানা গত এপ্রিলের বেতন পরিশোধ করেনি।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, তৈরি পোশাক ও বস্ত্র খাতের ৭২ শতাংশ কারখানা এখনো গত মাসের বেতন পরিশোধ করেনি। বিজিএমইএর সদস্য ৯৮২, বিকেএমইএর ৪৯৮ এবং বিটিএমএর ৭০টি সদস্য কারখানা গতকাল রাত নয়টা পর্যন্ত বেতন দেয়নি।

অবশ্য বিজিএমইএর প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, ঢাকা ও চট্টগ্রামে তাদের সদস্যভুক্ত ২ হাজার ৯২ সচল কারখানার প্রায় ৯৬ শতাংশ কারখানা গতকাল পর্যন্ত বোনাস দিয়েছে। এ ছাড়া মে মাসের বেতন দিয়েছে ৫৮ শতাংশ কারখানা। অন্যদিকে গত এপ্রিল মাসের বেতন প্রক্রিয়াধীন আছে ১২ কারখানার। গতকাল ৭৭০ কারখানা ছুটি হয়েছে।

বর্তমানে বিজিএমইএর তিনটি কারখানায় বেতন-ভাতা পরিশোধ নিয়ে সমস্যা রয়েছে। সেগুলো হচ্ছে বসুন্ধরা অ্যাপারেলস, সেজেনস ড্রেস ও সেইন অ্যাপারেলস। বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজকে (গতকাল) পর্যন্ত ৪৮ শতাংশ কারখানা বেতন-ভাতা দিয়ে ছুটি দিয়েছে। বাকিরা বৃহস্পতিবার শ্রমিকের পাওনা পরিশোধ করে ছুটি দেবে।’

এদিকে নারায়ণগঞ্জের ১৪টি শিল্পকারখানায় বেতন-ভাতা পরিশোধ নিয়ে জটিলতা রয়েছে। এর মধ্যে ১১টি তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান। কারখানাগুলো হচ্ছে হামিদ ফেব্রিকস, তোহা নিট ফ্যাশন, স্টারলেট কম্পোজিট, স্টারলেট অ্যাপারেলস, জননী ফ্যাশন, ইয়াং থ্রি ফ্যাশন, এশিয়ান টেক্সটাইল মিলস, ফ্যাশন ওয়ার্ল্ড, টোটাল ফ্যাশন, অবন্তি কালার টেক্স, ক্রোনি অ্যাপারেলস, এলসন ফুডস ও সাম্পান সুজ।

বিষয়টি নিশ্চিত করে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা প্রথম আলোকে বলেন, কারখানাগুলো বেতন-ভাতা কালকের (আজ) মধ্যে পরিশোধের কথা রয়েছে। তারা যথাযথভাবে বেতন-ভাতা দিচ্ছে কি না, সেটি নজরদারিতে আছে।

নারায়ণগঞ্জের বেতন-ভাতা বকেয়া থাকা ১৪টি কারখানার মধ্যে ৯টি বিকেএমইএর সদস্য। তবে বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বেতন-ভাতা পরিশোধে কোনো সমস্যা নেই। অধিকাংশ কারখানা আজকে (গতকাল) বেতন-ভাতা দিয়ে ছুটি দিয়েছে। আমরা কারখানার মালিকদের ঈদের আগে গত মাসের অন্তত অর্ধেক বেতন পরিশোধের পরামর্শ দিয়েছিলাম। অধিকাংশ কারখানা সেভাবেই বেতন দিয়েছে।’

এদিকে ঢাকার অদূরে সাভার ও ধামরাই উপজেলায় ৩২টি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই, বেতন ও বোনাস পরিশোধ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এই এলাকার ১ হাজার ৮৬৩ শিল্পকারখানার মধ্যে ৬০ শতাংশ গতকাল ছুটি হয়েছে। এসব তথ্য দিয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বেতন-ভাতা নিয়ে সমস্যাগ্রস্ত ৩২ কারখানার সমস্যা সমাধানে কাজ করছেন তাঁরা।

জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন বলেন, বেশ কিছু কারখানার শ্রমিকের বেতন-ভাতা এখনো বাকি। ছুটির আগে যদি শ্রমিকেরা তাঁদের পাওনা বুঝে না পান, তবে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন কীভাবে। প্রতি ঈদেই এমন ঘটনা খুবই দুঃখজনক।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সাভার এবং প্রতিনিধি, নারায়ণগঞ্জ ও গাজীপুর]

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব জ এমইএর ব ক এমইএর অ য প র লস প রথম আল এমইএর স পর শ ধ ক স গঠন ব র সদস য বস ত র গতক ল সমস য

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।

উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।

 প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময়  নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া  হোক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
  • শ্রম আইন সংশোধন দ্রুত শেষ করতে বলেছে মার্কিন প্রতিনিধিদল
  • জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক‌দের সৌজন্য সাক্ষাৎ