ফেরি থেকে নদীতে অটোরিকশা, নিখোঁজ ২ নারীর মরদেহ উদ্ধার
Published: 7th, June 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে নদীতে অটোরিকশা পড়ে নিখোঁজ ২ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার পরে নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ‘‘ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে আসছিল। শনিবার সন্ধ্যার পরে ঢাকার ডুবুরি দলের সহায়তায় অটোরিকশাসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা অটোরিকশার ভেতরে আটকে ছিলেন।’’
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম (৪০) ও ফারজানা আক্তার (১৯)। এর আগে, ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সে সময় স্থানীয়রা অটোরিকশায় থাকা দুই পুরুষ যাত্রীকে উদ্ধার করেন।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরে নারীর মাথাবিহীন-কব্জি কাটা লাশ উদ্ধার
উদ্ধার হওয়া দুজন হলেন- খালেদা বেগমের ছেলে কামাল হোসেন ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। বর্তমানে তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি বিশনন্দী ঘাট থেকে ফেরিতে উঠে। ফেরি ছাড়ার দুই মিনিট পরেই অটোরিকশাটি নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফেরি সামান্য কাত হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঈদের দিন সকালে ঘটনাস্থলে ছুটে আসেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তিনি বলেন, ‘‘ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’
আরো পড়ুন: ফেরি থেকে নদীতে পড়ল অটোরিকশা, নিখোঁজ ২
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল