ফেরি থেকে অটোরিকশা ছিটকে নদীতে, ১৩ ঘণ্টা পর বউ-শ্বাশুড়ির লাশ উদ্ধার
Published: 7th, June 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিটকে নদীতে পড়ে নিখোঁজের সাড়ে ১৩ ঘণ্টা পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাটে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে গিয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করে। অটোরিকশার ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত দুই নারী হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুলাবাদ এলাকার মোসাদ্দেক হোসেনের স্ত্রী খালেদা বেগম (৪০) ও তাঁর ছেলে সাগর হোসেনের স্ত্রী ফারজানা বেগম (১৯)।
প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা বেগম তাঁর ছেলে সাগর হোসেন ও কামাল হোসেন এবং পুত্রবধূ ফারজানাকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। শনিবার ভোর ছয়টার দিকে বিশনন্দী ঘাটে তাঁদের বহনকারী অটোরিকশা ফেরিতে ওঠে। সেটি ফেরির একবারে পেছনের দিকে ছিল। ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার দু-তিন মিনিটের মধ্যে হঠাৎ ঢেউয়ের ঝাঁকুনিতে অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এতে খালেদা ও ফারজানা নিখোঁজ হন। কামাল ও চালক সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। ফেরিতে উঠার পরপরই অটোরিকশা থেকে নেমে গিয়েছিলেন সাগর। এ কারণে তিনি রক্ষা পান। পরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল দিনভর নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা ছয়টার দিকে ট্রলার দিয়ে টেনে অটোরিকশাটি ওপরে তোলা হয়। তখন অটোরিকশার ভেতর থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকতা জানান, ফেরির পেছনে নিরাপত্তাবেষ্টনী ছিল না। নিরাপত্তাবেষ্টনী থাকলে অটোরিকশাটি ফেরি থেকে নদীতে পড়তে না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/শাহীন/রাজীব