কলম্বিয়ার সিনেটর মিগুয়েল উরিবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী বোগোতায় স্থানীয় সময় গতকাল শনিবার তিনি নির্বাচনী প্রচারে নেমে হামলার শিকার হন। আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তিনি।

মিগুয়েল উরিবের বয়স ৩৯ বছর। তাঁর স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেন, ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার সভায় যোগ দিয়ে আহত হয়ে তাঁর স্বামী এখন জীবন নিয়ে লড়ছেন।

কলম্বিয়ার রাজনৈতিক দল ডেমোক্রেটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য সহিংস ঘটনা’ বলে সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সিনেটর মিগুয়েল উরিবে বোগোতার একটি পার্কে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তখন তাঁকে পেছন থেকে গুলি করা হয়।

বিবৃতিতে মিগুয়েল উরিবের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তাঁর দল। শুধু বলা হয়েছে, হামলা ‘গুরুতর’ ছিল। বিবিসির প্রতিবেদনের তথ্য, মিগুয়েল মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর। বলা হয়েছে, সিনেটর মিগুয়েলের শরীরে দুটি গুলি লেগেছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৫ বছরের এক কিশোরকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ।

দেশটির সরকার বলছে, এই হামলার বিষয়ে তথ্য জানালে ৭ লাখ ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক এক্স পোস্টে আহত সিনেটর মিগুয়েল উরিবের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। গতকাল রাতে এক ভাষণে তিনি বলেন, এ হামলার পেছনে নির্দেশদাতা যে–ই হোন না কেন, তদন্ত করে তাঁকে খুঁজে বের করা হবে।

সিনেটর মিগুয়েলের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কলম ব য় র

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ