নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়ে
Published: 8th, June 2025 GMT
কলম্বিয়ার রাজধানী বোগোতায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান সেনেটর মিগেল উরিবে।
শনিবার (৭ জুন) ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ৩৯ বছর বয়সী এই রাজনীতিককে মাথায় দু’বার ও শরীরের অন্য একটি অংশে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এ হামলার নিন্দা করেছে। বিবৃতিতে দলটি বলেছে, সেনেটর উরিবে বোগোতার ফন্তিবন এলাকার সরকারি এক পার্কে একটি প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে ‘সশস্ত্র গোষ্ঠী’ পেছন থেকে তার ওপর গুলি চালায়।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছেন কি না কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
এ ঘটনায় বিষয়ে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে প্রায় সাত লাখ ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে কলম্বিয়ার সরকার।
সিনেটর মিগুয়েল উরিবের স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা দেশবাসীর কাছে তার স্বামীর জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যারা তাকে চিকিৎসা দিচ্ছেন, সেসব চিকিৎসকের হাত যেন ঈশ্বর পরিচালনা করেন—এই প্রার্থনাই করি।”
মিগেল উরিবে কলম্বিয়ার একটি প্রভাবশালী পরিবারের সন্তান। তার মা ডায়না তুর্বাই ছিলেন প্রথিতযশা সাংবাদিক, যিনি মাদক ব্যবসা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্ভীক রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। ১৯৯০ সালে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নেতৃত্বাধীন মেডেলিন কার্টেল তাকে অপহরণ করে। এক বছর পর, ১৯৯১ সালে, উদ্ধার অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
কলম্বিয়া কয়েক দশক ধরে বামপন্থি বিদ্রোহী, ডানপন্থি আধাসামরিক বাহিনী থেকে আসা অপরাধী গোষ্ঠী এবং সরকারি বাহিনীগুলোর মধ্যে চলা সংঘাতের কারণে অস্থির হয়ে আছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কলম ব য় র
এছাড়াও পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।
ঢাকা/এনটি/ফিরোজ