প্রীতির প্রশ্নে পন্টিংয়ের জবাব—আমার পাশে একবার বসো, তখন বুঝবে
Published: 8th, June 2025 GMT
একজন বলিউড অভিনেত্রী, আরেকজন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে আইপিএলে প্রীতি জিনতা ও রিকি পন্টিংয়ের সম্পর্কটা ভিন্ন পরিচয়ের। প্রীতি পাঞ্জাব কিংসের অন্যতম মালিক, পন্টিং প্রধান কোচ। দল পরিচালনায় দুজনের ভূমিকাই বিশেষভাবে উল্লেখযোগ্য।
এবারের আইপিএলে ফাইনালে খেলেছে পাঞ্জাব, যদিও বেঙ্গালুরুর কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে। টুর্নামেন্ট শেষে সামনে এল মালিক–কোচের এক আন্তরিক আলাপচারিতা। যেখানে প্রীতির প্রশ্নে নিজের বিষয়ে ভুল ভাঙিয়েছেন পন্টিং।
আরও পড়ুনস্বামী ক্রিকেটার, স্ত্রীও ক্রিকেটার: স্টার্ক, হ্যাডলিসহ ৫ দম্পতির গল্প২ ঘণ্টা আগেপাঞ্জাব কিংসের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রীতি কোচ পন্টিংকে প্রশ্ন করেন, খেলোয়াড় হিসেবে মাঠে আগ্রাসী হলেও কোচ হিসেবে তিনি ডাগআউটে শান্ত ও চুপচাপ কীভাবে থাকেন? প্রশ্ন শুনে কিছুটা অবাকই হন পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানান, বাইরে থেকে যতটাই শান্ত মনে হোক, বাস্তবে আলাদা। আসল অভিজ্ঞতা পেতে প্রীতিকে ডাগআউটে বসার আমন্ত্রণও জানান এই কিংবদন্তি।
পন্টিং জবাবটা দিয়েছেন এভাবে, ‘তুমি ডাগআউটে আমার পাশে বসে দেখো, তাহলে বুঝতে পারবে বিষয়টা আসলে কেমন। আমি সহজাতভাবেই আগ্রাসী, বিশেষ করে যখন ক্রিকেট নিয়ে কাজ করি তখন।’
আরও পড়ুনসিঙ্গাপুরের বিপক্ষে প্রথম খেলার স্মৃতি১ ঘণ্টা আগেপন্টিং আরও বলেন, তিনি চেষ্টা করেন নিজেকে একজন কোচ হিসেবে প্রতিনিয়ত উন্নত করতে এবং খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে আনতে। তিনি বলেছেন, ‘ক্রিকেটের বাইরে আমি হাসি-তামাশা করি, গল্প করি। কিন্তু যখন ক্রিকেটের সময় আসে, তখন আমার কাজ হলো দলের মধ্যে সেরা পারফরম্যান্স নিশ্চিত করা। আমি একটি মিনিট, একটি দিন বা একটি অনুশীলন সেশনও নষ্ট করতে রাজি নই, যেখানে আমি সেরা কোচ হওয়ার চেষ্টা করব না বা আমার সঙ্গে থাকা প্রতিটি খেলোয়াড়কে সেরা খেলোয়াড়ে পরিণত করার চেষ্টা করব না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত