মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৬০
Published: 8th, June 2025 GMT
হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনও রয়েছেন। গতকাল শনিবার ঈদের রাতে বেজুড়া গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেজুড়া গ্রামের বারঘরিয়া ও তেরঘরিয়া নামে দুটি গোষ্ঠীর মধ্যে স্থানীয় নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে শনিবার রাতে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার বাসিন্দা হওয়ায় তাৎক্ষণিক তাদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহতদের মধ্যে- বশির উল্লাহ, লাখাছ মিয়া, গাজী মিয়া, ইমান উল্লাহ, রাফি উল্লাহ, মুখলেছ মিয়া, মহিব উল্লাহ, শের আলী, হোসাইন মিয়া, বাছির মিয়াসহ কয়েকজনের নাম জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ধবপ র ম ধবপ র স ঘর ষ উল ল হ
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব