Risingbd:
2025-09-18@01:42:21 GMT

যে কষ্ট বয়ে বেড়ান আমির খান

Published: 9th, June 2025 GMT

যে কষ্ট বয়ে বেড়ান আমির খান

আমির খানকে বলা হয় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনয়গুণে এই তকমা পেয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনে অন্য এক মানুষ তিনি। তাকে আর যাইহোক ব্যক্তি আমির খানকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা যায় না। 

অভিনয়ের প্রতি তিনি যত সচেতন সম্পর্কের ক্ষেত্রে ঠিক ততটা নন। যদিও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমানে সৌজন্য বজায় রেখেছেন। বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে। এখনও সুখ, দুঃখ ভাগাভাগি করে চলেছেন। কিন্তু এই সম্পর্কগুলো ভাঙার পেছনে তিনি দায়ী! 

আমির খানের জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি? এমন প্রশ্নে আমির বলেন, ‘‘ভুল তো অনেক করেছি। একটা নয়, অনেক। রিনা আর আমি খুব তাড়াতাড়িই বিয়ে করে ফেলেছিলাম। আমি তখন ২১, ওর বয়স ছিল ১৯। আমরা একে অপরকে চেনার সুযোগই ঠিকমতো পাইনি, মাত্র চার মাসের পরিচয়ে বিয়ে করেছিলাম। তখন একটু ভেবে নেওয়া উচিত ছিল। ওই বয়সে অনেক কিছুই বোঝা যায় না, আবেগে অনেক কিছু করে ফেলা হয়।’’

আরো পড়ুন:

লজ্জার অভিজ্ঞতা জানালেন জেমি লিভার

কত টাকার মালিক রাশমিকা? 

তবে এই বিয়ের মাধ্যমে তিনি জীবনের জন্য অনেক কিছু পেয়েছেন বলেও জানিয়েছেন। একটি পডকাস্টে আমির আরও বলেন, ‘‘বাস্তবে আমি জীবনের সবচেয়ে বড় উপহার ইরা আর জুনায়েদকে পেয়েছি ওই বিয়ের মাধ্যমেই। আমি ও রিনা  একসঙ্গে ১৬ বছর কাটিয়েছি। কেউ চাইলে একে ভুল বলতে পারেন, কিন্তু আমি মনে করি, ওটা না হলে আজ আমি এখানে থাকতাম না।’’

সে সময় আমির খানের ক্যারিয়ার ছিল একেবারে তুঙ্গে। আর সেই জোয়ারে গা ভাসিয়েছিলেন আমির। ধ্যান, ধারণা সবকিছু উজাড় করে দিয়েছিলেন সিনেমার জন্য। ভেঙে গিয়েছিলো তাদের সাজানো সংসার।

আমির খানের দ্বিতীয় বিয়েও ভেঙেছে নাকি তারই দোষে। ভারতীয় গণমাধমে এমনটাই জানিয়েছেন আমির খান। তিনি নাকি সম্পর্কে আহত হলে নাকি আবেগহীন হয়ে পড়েন। আর সে সময় মনের কষ্ট মুখ ফুটে বলতে পারেন না। এই মনের কথা বলতে না পারেন না।

বেশ কিছুদিন হলো আমির খানের সিনেমা বক্স অফিসে হিট করতে পারছে না। যে সিনেমার জন্য এতো কিছু সেই সিনেমাতে অনেকদিন সফল হতে পারছেন না আমির খান। 

২০১৯ এ ‘ঠগস অফ হিন্দুস্তান’, তারপর ‘লাল সিংহ চড্ডা’ সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারেনি। এরপর আমির খান ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন। কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণের অনুরোধে আবার সিনেমা বানাচ্ছেন। যদিও ‘লাল সিংহ চড্ডা’ যে ব্যর্থ হবে, আগে ভাগে বুঝতে পারেননি আমির। আর ‘ঠগস অফ হিন্দুস্তান’ সিনেমাটি যে একেবারেই চলবে না তা বুঝে গিয়েছিলেন। তাই নাকি একেবারে নিরবতা পালন শুরু করেছিলেন। এই সিনেমা মুক্তির আগেই তিনি কিরণকে বলেছিলেন, ‘‘এই সিনেমা চলবে না দেখে নিও।’’ 

কিরণও আহত হয়েছিলেন আমিরকে এভাবে চুপসে যেতে দেখে। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন আম র খ ন র ন আম র অন ক ক

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ