দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

সারজিস বলেন, ‍“যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, নির্বাচনকালীন যে সংস্কার প্রয়োজন রয়েছে- বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের; এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে, তার আগে সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।”

আরো পড়ুন:

ক্ষমতার সঙ্গে আপস করলে ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়: সারজিস

ভালো কাজ করলে যে দলেরই হোক তাকে ভোট দিন: সারজিস

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখেছি, নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি অপব্যবহার করা হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল বা বড় দল হোক- সবাই সমান সুযোগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।” 

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, “ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি- এই ধরনের ঘটনাগুলো আমরা যেন বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকই পেশাদারিত্বের পরিচয় দিতে হবে- আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনির মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং এবং বিচার বিভাগের মাধ্যমে।” 

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পাটির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন উপস্থিত ছিলেন ।

এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস।  

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট

এছাড়াও পড়ুন:

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।

নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।

এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু, দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে