গাজীপুরে ৬ ঝুটের গুদামে আগুনে পুড়ে গেছে সব মালামাল
Published: 9th, June 2025 GMT
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় কারখানার ছয়টি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা প্রায় সব মালামাল পুড়ে গেছে। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মহানগরীর আমবাগ এলাকায় বেশ কয়েকজন ঝুট ব্যবসায়ীর গুদাম রয়েছে। সেই গুদাম থেকেই ব্যবসায়ীরা মালামাল বাছাই করে টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। সোমবার বেলা একটার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী হেলাল উদ্দিনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশাপাশি থাকা ফারুক হোসেন, মো.
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনে পাঁচটি গুদাম পুড়ে শেষ হয়ে গেছে। একটি গুদামে আগুন জ্বলছে, সেটি নিয়ন্ত্রণে আনতে তাঁরা কাজ করছেন। ঘটনাস্থলের আশপাশে ২০ থেকে ২২টি ঝুট মালামালের গুদাম আছে। তাঁরা আশা করছেন, বাকিগুলো রক্ষা করা সম্ভব হবে।
মোহাম্মদ মামুন বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
স্থানীয় বাসিন্দা আবদুল আলিম বলেন, কোনাবাড়ীর আমবাগসহ আশপাশের এলাকায় অপরিকল্পিতভাবে ঝুটের মালের গুদাম করা হয়েছে। যেগুলোতে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। প্রায়ই এসব গুদামে আগুনের ঘটনা ঘটছে। তাদের কারণে স্থানীয় বাসিন্দারা ঝুঁকির মধ্যে থাকেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ৪৭৭ জনের নামে-বেনামে আরেক মামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাসবিরোধ আইনে ৭৭ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের হয়েছে।
এ নিয়ে প্রাণঘাতী ওই সংঘাতের ঘটনায় মোট মামলা দায়ের হলো ১৫টি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান নতুন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধ আইনে নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, সাবেক কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু আসামিদের মধ্যে উল্লেখযোগ্য।
১৬ জুলাইয়ের সহিংস ঘটনার পর থেকে সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা হলো। দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় পাঁচজন নিহত হন। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।
ঢাকা/বাদল/রাসেল