ছুটি শেষে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন
Published: 9th, June 2025 GMT
দেশের ক্রীড়াঙ্গনে ফুটবল ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখন নীরবেই ঈদের ছুটি শেষ করে মাঠে নেমে পরলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামেন নাহিদ রানারা। বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম মিরপুরে আসেন শন টেইট। তিন পেসার এবাদত হোসেন, নাহিদ রানা এবং হাসান মাহমুদকে নিয়ে কাজ করতে দেখা যায় টেইটকে।
সর্বশেষ পাকিস্তান সফরেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন, সেখানে তিন ম্যাচের টি-২০তে প্রত্যাশামতো পারফেমন্স করতে পারেননি পেসাররা। যদিও মিরপুরের একাডেমি মাঠে এদিন লাল বলের অনুশীলনে ব্যস্ত ছিলেন এবাদতরা। প্রায় এক মাসের লম্বা সফরে আগামী শুক্রবার শ্রীলঙ্কা রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে চারদিনের ক্যাম্প করছেন মুশফিকরা। বুধ এবং বৃহস্পতিবার মিরপুরেই নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের। টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে ‘এ’ দলের মধ্যে অনুষ্ঠিত হবে ওই দুটি ম্যাচ।
এবারের শ্রীলঙ্কা সফর শুরুই হবে দুটি টেস্ট দিয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ১৭ জুন থেকে গল এবং ২৫ জুন থেকে কলম্বোতে শুরু হবে সিরিজের দুটি টেস্ট। এরপর কলম্বোতেই প্রথম দুটি ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৮ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ অংশে তিনটি টি২০ খেলবেন লিটনরা। যা শুরু হবে ১০ জুলাই পাল্লেকেলতে। বাকি দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও এক মামলায় ৩ বছর কারাদণ্ড
প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের ১২ বছর কারাদণ্ড দেওয়া হলো।
এর আগে সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার একটি মামলায় রাসেল ও তাঁর স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
আজ যে মামলায় রাসেল দম্পতির সাজা হয়েছে, সেই মামলায় প্রতারণার মাধ্যমে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৭ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবুল কালাম আজাদ নামের একজন গ্রাহক।
৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালত প্রতারণার আরেকটি মামলায় এই দম্পতিকে তিন বছর কারাদণ্ড দেন। এ ছাড়া গত ২৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে করা আরেকটি মামলায় তাঁদের দুই বছর কারাদণ্ড দেন আদালত।
গত বছরের ২ জুন চেক প্রত্যাখ্যানের মামলায় রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে এক বছর করে কারাদণ্ড দেন চট্টগ্রামের আদালত।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন।
আরও পড়ুনইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও ৩ বছর কারাদণ্ড১৩ এপ্রিল ২০২৫