ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড
Published: 10th, June 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, ভুক্তভোগী সাদেকুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আড়াইহাজার গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।
অভিযুক্তরা হলেন- উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।
অভিযোগে সাদেকুর উল্লেখ করেছেন, গত ৪ জুন দুই পুলিশ সদস্য তার দোকানে আসেন। এসময় তারা দোকানে ঢুকে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করেন। ওই প্যাকেটের ভেতর ৫০টির মতো ইয়াবা ছিল। পরে মাদক মামলার ভয় দেখিয়ে তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন তারা।
সাদেকুর দাবি করেন, ইয়াবা সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘‘অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত বরে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে এ বিষয়ে জানতে পারবেন।’’
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল শ সদস য
এছাড়াও পড়ুন:
চা বিক্রেতা জুলাই যোদ্ধাকে মারধর, পুলিশ কর্মকর্তা বরখাস্ত
চা বিক্রেতাকে মারধরের দায়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এএসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মারধরের শিকার ইসলাম উদ্দিন জুলাই যোদ্ধা। আজ শনিবার সকালে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকমাস ধরে শেখঘাট এলাকায় চা বিক্রি করেন ইসলাম উদ্দিন। প্রতিদিনের মত শনিবার সকালেও দোকান খোলেন তিনি। ওই সময় টহলরত পুলিশ ইসলাম উদ্দিনকে দোকান বন্ধের নির্দেশ দেন। ইসলাম উদ্দিন পুলিশ কর্মকর্তাকে জানান যে তিনি বিগত জুলাই আন্দোলনে আহত হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ। এই ব্যবসা পরিচালনা করে তার পরিবার চলছে। এর আগে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। এর পরও এএসআই জসীম তাকে চড়, থাপ্পড় ও ঘুষি মারেন। পরে ইসলাম উদ্দিনকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সংবাদ পেয়ে সমন্বয়রা তাকে দেখতে হাসপাতালে যান। তার পুলিশ কমিশনার বরাবর অভিযোগ জানান। এরই পরিপ্রেক্ষিতে এএসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।
এ বিষয়ে আলী আব্বাস শাহিন বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করি। এবং দোষী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইসলাম উদ্দিন জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন। এবারও তার মাথায় আঘাত করা হয়েছে।’