পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামী নিজের গলা কেটে আত্মহত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

পরিবারের উদ্ধৃতি দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হুমায়ন কবীর জানান, রায়গঞ্জ উপজেলার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে রোজিনা খাতুনের (২৩) সঙ্গে বছর দুই বছর আগে সলঙ্গা থানার ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের মোখছেদ আলী শেখের ছেলে মোতালেব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রোজিনার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। পরে স্বামী মোতালেব হোসনকে সঙ্গে নিয়ে রোজিনা বাবার বাড়ি এ্যারনদহ মধ্যপাড়ায় বসবাস করছিলেন। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এখানেও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে বুধবার গভীর রাতে মোতালেব হোসেন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার স্ত্রী রোজিনা খাতুনের গলা কেটে হত্যা করেন। এরপর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে মোতালেবকে রক্ষা করেন। তাকে রাতেই গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানা পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ হত য র সলঙ গ

এছাড়াও পড়ুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ