‘আমাদের গর্ব, মিরাজ মিরাজ’, ‘ক্যাপ্টেন মিরাজ লং লিভ’- এভাবে মিছিলে কারো হাতে মিরাজের ছবি, কারো হাতে প্ল্যাকার্ড। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণার পর তার নিজ জেলা খুলনায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত প্রকাশের পর বৃহস্পতিবার (১২ জুন) রাতে মিরাজের বাড়ির এলাকা খুলনার খালিশপুরে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। এলাকাবাসী তাৎক্ষণিক আনন্দ শোভাযাত্রা বের করেন। 

খালিশপুরের কাশিপুর ক্রিকেট একাডেমি থেকে মিরাজের ক্রিকেট-জীবনের যাত্রা শুরু সেখান থেকেই আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি একাডেমি থেকে শুরু হয়ে খালিশপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন স্থানীয় তরুণ ক্রিকেটার, ক্রীড়াপ্রেমী, এলাকাবাসী এবং নানা বয়সী ভক্ত-সমর্থকরা।

র‌্যালিজুড়ে স্লোগান ছিল, ‘আমাদের গর্ব, মিরাজ মিরাজ’, ‘ক্যাপ্টেন মিরাজ লং লিভ’। কারও হাতে মিরাজের ছবি, কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরে স্থানীয়রা একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে মিরাজের অধিনায়কত্বের খুশি ভাগাভাগি করেন।

মিরাজের শৈশবের কোচ আল মাহমুদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মিরাজ একদম যোগ্য একজন ক্রিকেটার। বয়স, অভিজ্ঞতা, ক্রিকেট বোধ সব মিলিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে দল নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

খালিশপুরের স্থানীয় ক্রিকেটার সজল বলেন, ‘মিরাজ আমাদের খুলনার অহংকার। সে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও হাজার তরুণের প্রেরণা। সে অধিনায়ক হওয়ায় এখানকার ক্ষুদে ক্রিকেটাররা আরও অনুপ্রাণিত হবে। আমরা বিশ্বাস করি, খুলনা থেকে আরও মিরাজ তৈরি হবে।’

২০১৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিত মিরাজ। ধারাবাহিক পারফরম্যান্সে এ অলরাউন্ডার এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। নতুন দায়িত্বের শুরুতে মিরাজের প্রতি খুলনাবাসীর এমন ভালোবাসা শুধু তার অর্জনের স্বীকৃতিই নয়, বরং দেশের ক্রিকেট ভবিষ্যতেরও আশাবাদের এক প্রতিচ্ছবি।

ঢাকা/নুরুজ্জামান/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আনন দ

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ