সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বের সব কূটনৈতিক মিশন বন্ধ করবে ইসরায়েল। ইতোমধ্যে বার্লিনের ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতদিন মিশনগুলো বন্ধ থাকবে, তা জানানো হয়নি। 

আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক মিশন বন্ধ করবে ইসরায়েল এবং কোনো কনস্যুলার পরিষেবা প্রদান করা হবে না বলে জানানো হয়। 

আজ শুক্রবার ভোরে ইরানে পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাত এক সামরিক কমকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, ইরানে শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে (শহরে) লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এই হামলায় ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি, খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রাশিদ ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। এছাড়া ছয় বিজ্ঞানীকে হত্যা করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফারেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন রাইসিং লায়ন’ নামে ইরানে হামলা করে ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা হয়। 

প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে।

আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় অন্তত দুটি ধাপে হামলা চালানো হয়। তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেসব স্থানে হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে- রাজধানী তেহরান ও এর আশপাশের সামরিক স্থাপনা; তেহরানের দক্ষিণে নাতানজ শহর, যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত; তেহরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহর, যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে; তেহরানের দক্ষিণে ইস্পাহান শহর; তেহরানের দক্ষিণ-পশ্চিমে আরাক শহর ও পশ্চিমে কেরমানশাহ শহর।

ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও।

ইরানের পারমাণবিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী এসব হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে ৪৭৭ জনের নামে-বেনামে আরেক মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাসবিরোধ আইনে ৭৭ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের হয়েছে। 

এ নিয়ে প্রাণঘাতী ওই সংঘাতের ঘটনায় মোট মামলা দায়ের হলো ১৫টি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান নতুন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধ আইনে নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাবেক ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ, সাবেক কাউন্সিলর মোল্যা রনি হোসেন কালু আসামিদের মধ্যে উল্লেখযোগ্য।

১৬ জুলাইয়ের সহিংস ঘটনার পর থেকে সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা হলো। দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় পাঁচজন নিহত হন। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।

ঢাকা/বাদল/রাসেল

সম্পর্কিত নিবন্ধ