সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর মেরাজুল ইসলাম তমাল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার মেঘাই ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে, বুধবার বিকেলে নিখোঁজ হন তিনি।

নিহত তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার পরিবারের সঙ্গে যমুনা নদীর মেঘাই ঘাটে বেড়াতে আসেন তমাল। সে সময় পরিবারের দুই সদস্যের সঙ্গে গোসলে নামেন তিনি। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তমাল তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ‘‘নিখোঁজের দিন রাজশাহী থেকে একটি ডুবুরি দল আনা হয়েছিল। কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি তারা। শুক্রবার হঠাৎ নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/রাসেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র মরদ হ

এছাড়াও পড়ুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের

দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ