প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উপহার দেওয়ার প্রথা বহু পুরোনো। প্রায় সব দেশে সব যুগে এই সামাজিক রীতি মানা হয়। নতুন করে সেটিই স্মরণ করালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তিনি। তবে খালি হাতে যাননি। উপহার হিসেবে দুটি বই ও কলম নিয়ে গিয়েছিলেন।
গতকাল বাংলাদেশ সময় বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পেজে এ উপহারের ছবি পোস্ট করেন। বইয়ের মধ্যে রয়েছে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ (কেউই এত ছোট নয় যে, পরিবর্তন আনতে পারবে না) এবং মোনা আরশি ও ক্যারেন ম্যাকার্থি উলফ সম্পাদিত ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’ (প্রকৃতির গুরুত্ব: বিশ্বব্যাপী সংখ্যাগরিষ্ঠদের গুরুত্বপূর্ণ কবিতা)।
এর মধ্যে গ্রেটা থুনবার্গের বইটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু সংকট সম্পর্কে লেখা। এটি মূলত বিশ্বের বিভিন্ন ফোরামে দেওয়া বক্তৃতার সংকলন। বইটির জন্য সে বছর ‘ওয়াটারস্টোনস বুকসেলার লিমিটেড’ তাঁকে বর্ষসেরা লেখক হিসেবে মনোনীত করে। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা বিশ্বনেতাদের প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরার জন্য পরিচিত। অ্যামাজনে এই বইটির দাম দেখা গেছে ৭ দশমিক ৩৫ পাউন্ড (প্রায় ১ হাজার ২০০ টাকা)।
অন্য বইটি নির্বাচিত কবিতা সংগ্রহ। এটি প্রকৃতি এবং পরিবেশবিষয়ক। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে লেখা। এ সংগ্রহে বিভিন্ন দেশ ও জাতির কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। বইটি সম্পাদনার সঙ্গে যুক্ত মোনা আরশি ও ক্যারেন ম্যাককার্থি ব্রিটিশ লেখক। এই বইয়ের চিত্ররূপময় এবং বৈচিত্র্যময় কবিতাগুলোতে জলবায়ু সংকট, নৃতাত্ত্বিকতা, নগর প্রকৃতি, নির্জনতা, বিচ্ছিন্নতা, প্রতিবাদ, সহানুভূতি, আদিবাসী জ্ঞান এবং বিকল্প ইতিহাস উঠে এসেছে। প্রকাশক ফেবারের ওয়েবসাইটের তথ্যমতে, এই বইটির দাম ১৪ দশমিক ৯৯ পাউন্ড (প্রায় ২ হাজার ৫০০ টাকা)।
এ ছাড়া উপহার দেওয়া কলমটি ওয়াটারম্যান হেমিস্ফিয়ার ব্র্যান্ডের। ফ্রান্সে তৈরি। রুচিশীল নকশা এবং মসৃণ লেখার অভিজ্ঞতার জন্য এই কলম বিখ্যাত। অ্যামাজনে কলমটির দাম দেখা গেছে ১৪৩ দশমিক ৭৪ ডলার (প্রায় ১৭ হাজার টাকা)। মডেল, রং ও বিক্রেতা ভেদে কলমটির দাম হেরফের হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।
সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।