একদিকে ভারতীয় বিমান দুর্ঘটনায় ২৪২ যাত্রীর মৃত্যু, অন্যদিকে আকস্মিক ঘটনায় দুই সন্তানের পিতাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর। একইভাবে ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ ‘টুয়েলভথ ফেল’ সিনেমার আলোচিত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এ ঘটনায় উভয় বলিউড তারকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, ব্রিটেনে পোলো  খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেছেন কারিশমা কাপুরের সাবেক স্বামী ও তাঁর দুই সন্তানের পিতা সঞ্জয় কাপুর। বৃহস্পতিবার লন্ডনের এক ক্লাবে পোলো খেলতে গিয়েছিলেন এই ভারতীয় শিল্পপতি। সেখানেই  ঘটে বিপত্তি। হঠাৎ একটা মৌমাছি তাঁর গলায় ভেতরে ঢুকে যায়। চেষ্টা করে সেটা বের করতে না পারায় এতটাই ঘাবড়ে যান যে, ভয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটে তাঁর। এই আকস্মিক ঘটনায় চিকিৎসকের দ্বারস্থ হওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন ছবিশিকারিরা। এদিন কাঁদো কাঁদো মুখে গাড়ি থেকে নামতে দেখা গেছে অভিনেত্রীকে। থমথমে মুখ নিয়ে কারিশমার বাড়িতে যেতে দেখা গেছে মালাইকা আরোরা, কারিনা কাপুর, সাইফ আলি খানসহ আরও কয়েকজন বলিউড তারকা ও অভিনেত্রীর আত্মীয়-স্বজনকে।

তারকাদের ভিড় সামলাতে এ দিন রাত থেকেই কারিশমার বাড়ির সামনে রাখা হয়েছে পুলিশি প্রহরা। তবে সঞ্জয়ের মৃত্যুতে কারিশমার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে আচমকাই বিমান দুর্ঘটনায় স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির পরিবার। এদিন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিধ্বস্তের ঘটনায় সেই বিমানের সহকারী পাইলটের দায়িত্বে থাকা বিক্রান্তের কাকাতো ভাই ক্লাইভ কুন্দরও মৃত্যু হয়েছে।

সে কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রান্ত লিখেছেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং প্রিয়জনের কথা ভেবে আমার মন দুমড়েমুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে, এই শোক আমার ব্যক্তিগত। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তাঁর ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সবাইকে শক্তি দিন।’

বিক্রান্তের এই শোকবার্তার পরই শোরগোল পড়ে গেছে সিনেদুনিয়ায়। একের পর এক শোকবার্তার ভিড় জমতে থাকে অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সবাই ভেবেছিলেন, মৃত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত ম্যাসির তুতো ভাই। তবে শুক্রবার সকালেই ধোঁয়াশা পরিষ্কার করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা।

তিনি জানান, ওই বিমান দুর্ঘটনায় মৃত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে আদতে তাঁর রক্তের কোনো সম্পর্ক নেই। তবে ক্লাইভের সঙ্গে সম্পর্কটা আপন ভাইয়ের চেয়ে কোনোভাবেই কম নয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ম ন দ র ঘটন য় র পর ব র প ইলট সহক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ