সুনামগঞ্জ সদরে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঘরে থাকা ১৪টি ছাগলও পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার টুকেরঘাট (বাগানবাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সুন্দর আলী (১৫)। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেটি একজন ফ্রান্সপ্রবাসীর। বাড়িটি দেখাশোনা করার জন্য দুজন থাকতেন। সুন্দর আলী গতকাল সেখানে কাজে যায়। পুকুরের পানি সেচ দেওয়ার জন্য একটি পাম্প নিয়ে গিয়েছিল সে। রাতে সে বাড়ির পুকুরপাড়ের একটি ঘরে ঘুমিয়েছিল। ওই ঘরে ছাগলও রাখা ছিল। দিবাগত রাত দুইটার দিকে ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এবং ঘরের ভেতর থেকে দগ্ধ হওয়া সুন্দর আলীর মৃতদেহ উদ্ধার করেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সোহেল রানা বলেন, ‘মরদেহটি খাটের ওপর পাওয়া গেছে। আমরা মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।’ তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস বলেন, ঘরে আগুন লাগার সময় পাশের ঘরে থাকা দুই ব্যক্তি বের হয়ে যেতে পারলেও সুন্দর আলী বের হতে পারেনি। এতে তার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ